Locket Chatterjee: 'মৃতের পরিবারের FIR নিচ্ছে না পুলিশ', পাণ্ডুয়া থানায় হুঁশিয়ারি লকেটের, বললেন..
Locket Warns Pandua Police: পাণ্ডুয়ায় বোমা ফেটে বালকের মৃত্যু ও মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এবার পাণ্ডুয়া থানার সামনে বিক্ষোভ, হুঁশিয়ারি দিয়ে কী বললেন লকেট ?
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পাণ্ডুয়ায় বোমা ফেটে বালকের মৃত্যু ও চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার পাণ্ডুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্য়ায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন হুগলির বিজেপি প্রার্থী (Hooghly BJP Candidate Locket Chatterjee)। পাল্টা লকেট চট্টোপাধ্য়ায়কে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC) ।
পাণ্ডুয়ায় বোমা ফেটে বালকের মৃত্যু ও চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার পাণ্ডুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্য়ায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন হুগলির বিজেপি প্রার্থী। পাল্টা লকেট চট্টোপাধ্য়ায়কে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
সোমবার পাণ্ডুয়ায় বোমা ফেটে বালকের মৃত্যু হয়। মঙ্গলবার চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। এবার পাণ্ডুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পাণ্ডুয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হয় মেমারির বাসিন্দা ১১ বছরের বালকের। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় তার। সেদিনই মৃত বালকের বাড়িতে যান লকেট।
বুধবার মৃত বালকের মাকে সঙ্গে নিয়ে পাণ্ডুয়া থানার সামনে বিক্ষোভে বসেন হুগলির বিজেপি প্রার্থী। লকেট চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, 'মৃতের পরিবারের FIR নিচ্ছে না পুলিশ।' হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় বলেন,'FIR হিসেবে নিতে হবে। যদি না নেন তাহলে নির্বাচন কমিশনে আপনাদের নাম করে এই চিঠিটা দিয়ে আমরা FIR করব। যে পুলিশ সাধারণ মানুষের মৃত ছেলের বাবার FIR নিচ্ছে না। মৃতের মা বলেন, আমি চাইছি আমার ছেলের সঠিক বিচার হোক।'
মঙ্গলবার, পাণ্ডুয়ার সিমলাগড়ে চাষের জমিতে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় মহিলার এক মহিলার অর্ধদগ্ধ দেহ। সেই ঘটনাতেও এদিন খুনের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাজ পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে চালাতে চাইছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে পাণ্ডুয়া থানার সামনে বিক্ষোভে বসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়।
আরও পড়ুন, আরামবাগে মমতার সভা, অপরূপাকে মঞ্চে উঠতে 'বাধা', বিস্ফোরক বিদায়ী সাংসদ..
হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক অসিত চট্টোপাধ্য়ায় বলেন,'এনআইএ তদন্তের দাবি তো তারা করেছেন। তারাই তো কেন্দ্রে ক্ষমতায় আছেন।'২০ মে পঞ্চম দফায় ভোট হবে হুগলি লোকসভা কেন্দ্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।