Arvind Kejriwal Arrest Update : 'বিরোধী নেতাদের টার্গেট করছে বিজেপি', কেজরিওয়ালের গ্রেফতারির পর কমিশনের দ্বারস্থ I.N.D.I.A ব্লক
Election Commission of India : শুক্রবার নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেয় বিরোধী শিবির
নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির (Arvind Kejriwal Arrested) প্রতিবাদে এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হল বিরোধী শিবির I.N.D.I.A ব্লক। শুক্রবার তারা এই মর্মে স্মারকলিপি জমা দেয়। তাতে দাবি করা হয়েছে, বিজেপি বিরোধী নেতাদের টার্গেট করতে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি। এই পরিস্থিতিতে তারা কমিশনের মধ্যস্থতা দাবি করেছে।
গতকাল কমিশনের দ্বারস্থ হওয়া প্রতিনিধিদলে ছিলেন- কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, অভিষেক সিংভি, এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ, সিপিআই নেতা সীতারাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন ও অন্যান্য় নেতারা। বিরোধীদের তরফে স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে এরপর থেকে তল্লাশি, তদন্ত বা গ্রেফতার করতে গেলে প্রথমে কমিশন বা কমিশনের অধীনে থাকা কোনো কমিটির অনুমোদন নিতে হবে। তাছাড়া বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে যেসব ব্যক্তি বা আধিকারিক নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে এখনই ব্যবস্থা নিতে হবে।
গণতান্ত্রিক পরিকাঠামোয় যেসব রাজনৈতিক দল ভোটে লড়াই করছে তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন রাজনৈতিক দলের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে অপব্যবহার করা রুখে সাংবিধানিক জনাদেশ নিশ্চিত করুন। নির্বাচন কমিশনের কাছে এমনও দাবি করা হয়েছে স্মারকলিপিতে। এরপর একটা তালিকা তুলে দেওয়া হয় তাদের তরফে। তাতে যেসব বিরোধী নেতার বিরুদ্ধে সম্প্রতি এজেন্সি পদক্ষেপ নিয়েছে তার তালিকা তুলে ধরা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে- এনসিপি নেতা রোহিত পাওয়ার, তৃণমূল নেতা শঙ্কর আঢ়্য, সুজিত বসু, তাপস রায়, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আপ নেতা এনডি গুপ্তা, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তৃণমূল নেতা মহুয়া মৈত্র। এর পাশাপাশি আয়কর দফতরের তরফে কংগ্রেসের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কথাও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর থেকে বিজেপির বিরুদ্ধে ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতৃত্ব। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একে একে কংগ্রেস নেতা রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী থেকে শুরু করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে