Lok Sabha Polls 2024: BJP-র এজেন্টকে মারধরের অভিযোগ, ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর
Jangipur BJP Agent Attacked: তৃতীয় দফার ভোট শেষ, এদিকে অশান্তি মিটল না এই কেন্দ্রে, ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর ..
মুর্শিদাবাদ: ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর (Jangipur)। বিজেপির এজেন্টকে (BJP Agent) মারধরের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ (Lathi Charge) পুলিশের।
দিনভর অশান্তির খবর এসেছে গোটা মুর্শিদাবাদ-জঙ্গিপুর থেকে। জঙ্গিপুর লোকসভার খড়গ্রামের রহিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বুথের সামনে বহিরাগতদের জমায়েত ঘিরে এদিন ওঠে অভিযোগ। অভিযোগ পেয়েই তাড়া করে তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। পাশাপাশি ভোট চলাকালীন রঘুনাথগঞ্জ থানায় পৌঁছন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বুথে অনিয়ম, এজেন্টদের বাধা, সুতিতে তাঁর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি, অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন এদিন বিজেপি প্রার্থী।
জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে এদিন তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সুতির আহিরণে মীরের গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতির অভিযোগ ওঠে। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ তোলে তৃণমূল। বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, অভিযোগ পেয়ে বুথে যাওয়া, পাল্টা দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী।
মুর্শিদাবাদে প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের। আজিমগঞ্জের রায়বুধসিং বাহাদুর হাইস্কুলের। ১০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা। প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
তবে ব্যাতিক্রমী ছবিও রয়েছে এবারের তৃতীয় দফার ভোটে। খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করেছে কংগ্রেস ও তৃণমূল। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছে কংগ্রেস। সেখানেই চলে রান্না। সেই ছবি ধরা পড়ে এদিন এবিপি আনন্দর ক্যামেরায়। অন্যদিকে, খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে পুলিশ গিয়ে তুলে দেয়।
আরও পড়ুন, BJP-র প্রচারে এসে সন্দেশখালির মহিলাদের আটকে রাখার অভিযোগ, বিক্ষোভ উলুবেড়িয়ায় থানায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।