Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
West Bengal Lok Sabha Poll: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বাংলার সাত আসনে মোট ৮৮ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হতে চলেছে।
কলকাতা: সোমবার সারা দেশে ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা আয়োজিত হতে চলেছে। এই দফায় ভোট রয়েছে বাংলাতেও। ২০ মে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হতে চলেছে ৮৮ জন প্রার্থীর।
এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হতে চলেছে। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur), তিনি লড়ছেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। ভোট রয়েছে ব্যারাকপুরেও। এখানে অর্জুন সিংহ (Arjun Singh) লড়ছেন বিজেপির টিকিটে। নজরকাড়া হুগলি আসনেও সোমবার ভোট। ওই আসনে মুখোমুখি লড়াই তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের।
কোন কোন আসনে ভোটগ্রহণ ?
বাংলার ৭টি আসনে ভোটগ্রহণ হবে। হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, ব্যারাকপুর, হাওড়া ও উলুবেড়িয়া আসনে ভোটগ্রহণ হবে। সোমবার যে ৮৮ জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ হবে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন বনগাঁ আসনে, ১৫ জন। তারপরেই ব্যারাকপুরে রয়েছেন ১৪ জন। উলুবেড়িয়া ও হুগলি আসনে রয়েছেন ১২ জন প্রার্থী। শ্রীরামপুরে রয়েছেন ১১ জন এবং আরামবাগ আসনে রয়েছেন ১০ জন প্রার্থী।
২০১৯ সালের লোকসভা (Lok Sabha Poll 2024) নির্বাচনে হুগলি, ব্যারাকপুর ও বনগাঁ আসনে জিতেছিল বিজেপি। বাকি চারটি আসনে জিতেছিল তৃণমূল।
২০১৯ সালে আরামবাগ আসনে মাত্র ১০০০ ভোটের একটু বেশি ব্যবধানে জিতেছিল তৃণমূল। এবার এই আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আশাবাদী বিজেপি। বাকিগুলিও দখলে রাখার আশা করছে পদ্মশিবির।
এবার বাংলায় বাম-কংগ্রেস জোট করে লোকসভা ভোটে লড়ছে। উলুবে়ড়িয়া ও বনগাঁ আসনে রয়েছেন কংগ্রেস প্রার্থী। বাকি ৫টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম।
এই সাতটি লোকসভা কেন্দ্রের ৫৭ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে- রয়েছে ৮৭ শতাংশ বুথ। আরামবাগে ৮৫ শতাংশ বুথ স্পর্শকাতর। ব্যারাকপুর লোকসভা আসনে ৬৭ শতাংশ বুথ স্পর্শকাতর। এরপরেই রয়েছে শ্রীরামপুর- এই আসনে ৬০শতাংশ বুথ স্পর্শকাতর।
স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে। চতুর্থ দফার তুলনায় পঞ্চম দফার ভোটে ৩২ শতাংশ বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
কোথায় কত বাহিনী?
চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৫৫।
হুগলি গ্রামীণ এলাকায় ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, QRT ১৬৬।
হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৭৫।
হাওড়া গ্রামীণ এলাকায় ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, QRT ১০৫।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?