Lok Sabha Polls 2024: ভোট প্রচারে বেরিয়ে টোটো চালালেন মালদা দক্ষিণের BJP প্রার্থী শ্রীরূপা
Malda Sreerupa Vote Campaign: আজ মালদা শহরে ভোট প্রচার সারেন শ্রীরূপা, টোটো চালিয়ে জন সংযোগ বিজেপি প্রার্থীর..
![Lok Sabha Polls 2024: ভোট প্রচারে বেরিয়ে টোটো চালালেন মালদা দক্ষিণের BJP প্রার্থী শ্রীরূপা Lok Sabha Election 2024, Malda South BJP Candidate Sreerupa Mitra Chowdhury driving Toto during vote Campaign Lok Sabha Polls 2024: ভোট প্রচারে বেরিয়ে টোটো চালালেন মালদা দক্ষিণের BJP প্রার্থী শ্রীরূপা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/c99c17098fbe5f36e5681e1d28b64eaf1712735511663484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। তার আগে জোরকদমে প্রচারে নেমেছেন প্রায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই। অভিনব উপায়ে করে চলেছেন জন সংযোগ। এবার ভোট প্রচারে (Vote Campaign) বেরিয়ে এবার টোটো ও অটো চালালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ( BJP Candidate Sreerupa Mitra Chowdhury)।
ভোট প্রচারে বেরিয়ে টোটো চালালেন BJP প্রার্থী শ্রীরূপা
আজ সকালে মালদা ইংরেজ বাজার শহরে রথবাড়ি বাজারে যান তিনি। সেখানে ভোট প্রচার করেন। বাজার করেন শ্রীরুপা। এরপর রথবাড়ি অটো স্ট্যান্ডে অটো চালান টোটো চালান। কথা বলেন ওটা চালকদের সাথে। পথ চলতি সাধারণ মানুষের সাথে ও কথা বলেন তিনি। আজ সাত সকালে এইভাবে ভোট প্রচার সারলেন শ্রীরুপা মিত্র চৌধুরী।
মালদা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা
ভোটযুদ্ধে এবার মালদা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সম্প্রতি ভোটের আগে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়েছিল নিখোঁজ পোস্টার। তাঁর বিধানসভা এলাকার পোস্ট অফিস মোড়, মালদা মেডিক্যাল কলেজ চত্বর, কানির মোড়-সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল ইংরেজবাজারের বিধায়ক এবং মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে। আর তা নিয়ে একে অপরকে বিঁধেছে তৃণমূল- বিজেপি।
সম্প্রতি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়েছিল নিখোঁজ পোস্টার
কারা দিল পোস্টার? চলে তা নিয়ে বিতর্ক।বিজেপির সন্দেহে তৃণমূল কংগ্রেস।দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছিলেন, এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, প্রতিদিন এক বিধানসভায় থাকা সম্ভব নয়। তৃণমূল এর আগে থানায় মিসিং ডায়েরি করেছিল। পোস্টারকাণ্ডে বিজেপির সন্দেহে তৃণমূল কংগ্রেস।পাল্টা বিজেপির একাংশের কাজ বলে কটাক্ষ তৃণমূলের।
আরও পড়ুন, BJP নেতা তমোঘ্ন-র বাড়িতে 'হামলা', প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ
মালদা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার বলেন,বন্য়া, খরা, কোন সময় ইংরেজবাজারের বিধায়িকাকে কেউ পায়নি, উনি হোটেলে প্রচার করছে. দলের লোকেরাও ওঁর হয়ে প্রচারে নামেনি। ওঁকে দেখতে পাচ্ছে না বলে দলের একাংশই এই কাজ করছে।তবে যাঁর নামে পড়েছে নিখোঁজ পোস্টার, এই বিষয়ের তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য় করতে চাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)