Nandigram Murder News Update: 'পুলিশের পায়ে ধরেছিলাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে', সরব নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর মেয়ে !
BJP Worker's Murder: বুধবার গভীর রাতে নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়িকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে
নন্দীগ্রাম : মা মারা গিয়েছেন বুধবার রাতে। এলাকা জুড়ে ভোট ঘিরে বিভিন্ন গণ্ডগোলের খবর আসছে। তবু ভয় না পেয়ে ভোট দিতে গেলেন নন্দীগ্রমে নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ির মেয়ে মঞ্জু আড়ি। বেলা ৯টায় বাড়ি থেকে ভোট দিতে বের হন তিনি। ভোট দিতে যান ভজহরি প্রাথমিক বিদ্যালয়ে। তার আগে তিনি মায়ের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। পাশাপাশি পুলিশের ভূমিকায় সরব হন। বলেন, 'পুলিশের পায়ে ধরেছিলাম, তবু ওরা নিয়ে যায়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।'
বুধবার গভীর রাতে নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়িকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেধড়ক মার খেয়ে ভেন্টিলেশনে রয়েছেন তাঁর ছেলে। এখবর জানাজানি হতেই তুলকালাম শুরু হয়।
সেই ঘটনায় এদিন ভোট দিতে যাওয়ার আগে সরব হলেন মঞ্জু। তিনি বলেন, "এবার একটু আগে ভোট দিতে বেরোচ্ছি। কারণ, এই ভোটের জন্য ওরা আমার মা-কে মেরে ফেলল। তাই আমি তাড়াতাড়ি ভোট দিতে চাই। ওদের বিশ্বাস কী আছে ? আমাকেও তো মেরে ফেলতে পারে। যারা মেরেছে তাদের পুলিশ সুরক্ষা দিচ্ছে। তাদের ধরছে না। দেবু রায়কে তো ধরেই কাল ছেড়ে দিল। তাকে ধরেওনি। সে নিজে থানায় গেছে। তাকে থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে এল। যাদের নামে এফআইআর আছে, তাদের ওরা ধরেনি। ছেড়ে দিচ্ছে। আর আমাদের কর্মীদের ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে ওরা। আমাকেও ধরে নিয়ে যাবে না তার কী মানে আছে। তাই আমি তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে থাকতে চাই। কাউকে গ্রেফতার করেনি। তাদের পুলিশ পাহারা দিয়ে রেখেছে। কেন গ্রেফতার করেনি তা মমতা সরকার বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উস্কে দিয়ে গেলেন এখানে। তার জন্যই তো আমার মা-দাদাকে মারল ওরা।"
এনিয়ে কী আদালতে যাবেন ? এপ্রশ্নের উত্তরে রথীবালা আড়ির মেয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, 'হ্যাঁ, আদালতে যাব । ভোটটা শেষ হোক। ৪ তারিখের পর সব জায়গায় যাব। দরকার হলে দিল্লিতেও যাব। মা মরার প্রতিশোধ নেব।' মঞ্জু আরও বলেন, 'শুভেন্দুদা আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। দরকার হলে দিল্লিতেও যাব। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। সিবিআই তদন্তের দাবি চাইব। রাজ্য সরকার, পুলিশের ওপর আমাদের ভরসা নেই। পুলিশ দাঁড়িয়ে থেকে আমার দাদাকে, মা-কে মারল ওরা। পুলিশের পায়ে ধরেছিলাম, তবু ওরা নিয়ে যায়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। যেই আমার মা-দাদাকে আনতে যাচ্ছে, তাদেরই মারছে তৃণমূলের লোকেরা। পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।