Lok Sabha Election 2024: বিরাট পরাজয়ের পথে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, মেনে নিলেন জনতা জনার্দনের রায়
Jammu and Kashmir: জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্রে কারাবন্দি প্রাক্তন বিধায়ক শেখ আব্দুল রশিদ ওমর আবদুল্লার চেয়ে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
শ্রীনগর: লোকসভা নির্বাচনে বড় ধাক্কা কেল ন্যাশানল কনফারেন্স (National Conference)। দলের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা (Omar Abdullah) পরাজয়ের পথে। সেই সঙ্গে পরাজিত হতে চলেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্রে কারাবন্দি প্রাক্তন বিধায়ক শেখ আব্দুল রশিদ (Sheikh Abdul Rashid) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর আবদুল্লার চেয়ে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
দুপুর পৌনে দুটো নাগাদ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওমর আবদুল্লা। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমার মনে হয় যা এড়ানো যায় না, তা মেনে নিতেই হয়। ইঞ্জিনিয়ার রশিদকে উত্তর কাশ্মীরে জয়ের জন্য অভিনন্দন জানাই।' পাশাপাশি আবদুল্লা বলেছেন, গণতন্ত্রে মানুষের রায়ি শেষ কথা। আবদুল্লা বলেছেন, 'আমার মনে হয় না জিতেছেন বলে উনি দ্রুত জেল থেকে মুক্তি পাবেন। উত্তর কাশ্মীরের মানুষ প্রাপ্য প্রতিনিধিকেও পাবেন না। কিন্তু ভোটাররা মত দিয়েছেন আর গণতন্ত্রে সেটাই শেষ কথা।'
I think it’s time to accept the inevitable. Congratulations to Engineer Rashid for his victory in North Kashmir. I don’t believe his victory will hasten his release from prison nor will the people of North Kashmir get the representation they have a right to but the voters have…
— Omar Abdullah (@OmarAbdullah) June 4, 2024
নির্বাচনের ফল সরাসরি দেখুন
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পরাজয় স্বীকার করার পথে। অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে তিনি কার্যত হেরেই গিয়েছেন। তিনিও নিজের প্রতিক্রিয়া জানানোর জন্য বেছে নিয়েছেন সমাজমাধ্যমকে। এক্স হ্যান্ডলে মেহবুবা লিখেছেন, 'মানুষের মতকে সম্মান করছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার পিডিপি কর্মী ও নেতাদের। তাঁদের কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য। এত প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা যা করেছেন। আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ। হার-জিত তো খেলার অঙ্গ। তবে এই ফল আমাদের পথ থেকে বিচ্যুত করবেন না।' এই আসনে ন্যাশানল কনফারেন্সের গুজ্জর নেতা মিয়ান আলতাফ (National Conference Gujjar leader Mian Altaf) ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
Respecting the verdict of the people I thank my PDP workers & leaders for their hard work & support despite all the odds. My deepest gratitude to the people who voted for me. Winning & losing is part of the game & wont deter us from our path. Congratulations to Mian sahab for his…
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 4, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।