Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার
Lok Sabha Election 2024 Phase 1 Voting Live Updates: ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল।
LIVE
Background
আজ শুরু মহারণ (Lok Sabha Election 2024), প্রথম দফায় ভোট কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। নিশীথ-উদয়নের জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী।
ভোটের আগেই অশান্ত কোচবিহার। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল। তুফানগঞ্জে বিজেপি কর্মীর ওপর হামলা। শীতলকুচিতে অস্ত্র হাতে দাপাদাপি।
উদয়নের সঙ্গে সংঘাতের মধ্যেই নিশীথের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। বাড়িতে দুষকৃতী, আগ্নেয়াস্ত্র মজুত, ভোট পেতে দেহরক্ষী সিআরপিএফ-কে ব্যবহারের অভিযোগ।
কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী।
জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১। জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২৩-এর উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে ৫টি আসনে, বিজেপি ২টি আসনে এগিয়ে।
আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৫৯। আলিপুরদুয়ারে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।তৃণমূলের টিকিটে লড়ছেন প্রকাশ চিক বরাইক। RSP-র প্রার্থী মিলি ওঁরাও। একুশের বিধানসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই এগিয়ে বিজেপি।
Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক। বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক । খবর পেয়েই শিলিগুড়ির বাণেশ্বর মোড়ের বুথে জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে । প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।
Lok Sabha Election 2024 Live: ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই, শীতলকুচিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ
ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ । ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ।
Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার
কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার। তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ কংগ্রেস প্রার্থীর
Lok Sabha Election 2024 Live: শক্তিপুর, বেলডাঙার ওসিকে সরিয়ে দিল কমিশন
শক্তিপুর, বেলডাঙার ওসিকে সরিয়ে দিল কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ, ওসি সাসপেন্ড। মুর্শিদাবাদের ২ ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ ।
Lok Sabha Election 2024 Phase 1 Voting Live: শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, প্রতিবাদে বুথের সামনে বসে পড়েন বিজেপি বিধায়ক
শিলিগুড়ির বাণেশ্বর মোড় বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। প্রতিবাদে বুথের সামনে বসে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি সমর্থকদের সাথে তৃণমূলের স্লোগান যুদ্ধ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায়। বুথ জ্যামের প্রতিবাদ করায় তৃণমূলের হাতে হেনস্থার শিকার শিখা চট্টোপাধ্যায়।