Loksabha Election 2024 : সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা, বাধাদানের অভিযোগ, গো ব্যাক স্লোগান তৃণমূলের
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live : দ্বিতীয় দফায় পাহাড়ে লোকসভার ভোট গ্রহণ ভোট গ্রহণ হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোটগ্রহণ ।
LIVE
Background
কলকাতা : আজ দ্বিতীয় দফায় পাহাড়েও লোকসভার ভোট গ্রহণ। দার্জিলিঙে লড়াই মূলত চতুর্মুখী। তবে লড়াইয়ের আকর্ষণের কেন্দ্রে বিজেপির রাজু বিস্ত ও বিষণুপ্রসাদ শর্মার মধ্য়ে লড়াই। বিদায়ী সাংসদ রাজু বিস্তকে ফের দার্জিলিঙে প্রার্থী করায় দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্দলে দাঁড়িয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষণুপ্রসাদ শর্মা। অন্য়দিকে, পাহাড়ে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। কংগ্রেসের প্রার্থী মুনিশ তামাঙ্গ। গত তিনবার লোকসভা ভোটে এই কেন্দ্র দখল করে বিজেপি। ২০০৯ সালে বিজেপির হয়ে ভোটে জেতেন যশোবন্ত সিং। ২০১৪ সালে এস এস অহলুওয়ালিয়া ও ২০১৯ সালে জয়ী হন বিজেপির রাজু বিস্ত। দার্জিলিঙে বুথের সংখ্যা ১ হাজার ৯৯৯টি। স্পর্শকাতর বুথ রয়েছে ৭৩৯টি। পাহাড়ে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মধ্য়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৬০ হাজার ৫৯৩ ভোটে হারিয়েছিলেন। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৩০টি। স্পর্শকাতর বুথ ২১০টি। রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
Lok Sabha Election 2024 Voting Live: রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল
রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live: দ্বিতীয় দফার পরে উড়ে যাবে বিরোধীরা, দাবি প্রধানমন্ত্রীর
দ্বিতীয় দফার পরে উড়ে যাবে বিরোধীরা, দাবি প্রধানমন্ত্রীর।
Lok Sabha Election 2024 Voting Live: ছেলে প্রিয়দীপকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি
কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ GSFP স্কুলে ভোট দিলেন ছেলে প্রিয়দীপকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি।
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live: দ্বিতীয় দফা ভোট শুরুর সোয়া ৭ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়ল ৪১১টি অভিযোগ
দ্বিতীয় দফা ভোট শুরুর সোয়া ৭ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়ল ৪১১টি অভিযোগ। তার মধ্যে ৮০টি অভিযোগ রাজনৈতিক। বিজেপি ২৮, তৃণমূল ১৪ এবং সিপিএম ৬টি অভিযোগ করেছে।
Lok Sabha Election 2024 Voting Live: দার্জিলিঙের বিজেপি প্রার্থীকে ঘিরে শিলিগুড়িতে বিক্ষোভ
দার্জিলিঙের বিজেপি প্রার্থীকে ঘিরে শিলিগুড়িতে বিক্ষোভ