BJP Sankalp Patra: পয়লা বৈশাখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, কী কী রয়েছে তাতে?
Lok Sabha Election 2024:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এবারের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি
নয়াদিল্লি: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরু চার দিন আগে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP Sankalp Patra)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। যার নাম - 'সংকল্প পত্র'। পয়লা বৈশাখের দিন ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP Manifesto)। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে।
এদিনে দিল্লিতে বিজেপির সদর দফতরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন, রাজনাথ সিংহ-সহ আরও অনেকে।
জেপি নাড্ডা এদিন বলেন, 'বিজেপি একটি আদর্শ মেনে চলে। সেই আদর্শ মাথায় রেখেই কাজ করে। সেই আদর্শ অনুযায়ী কাজ করার জন্যই বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। আমাদের সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করে। গ্রাম, দলিত, কৃষক, দরিদ্র, তরুণ ও নারীদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য।'
তিনি আরও বলেন, '২০১৪ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার গরিব মানুষের প্রতি সমর্পিত। গত ১০ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের সব গ্রামে আজ পাকা রাস্তা তৈরি হয়েছে। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২ লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে। ৮০ কোটি মানুষ আজ খাদ্য নিরাপত্তার আওতায় এসেছেন। ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। দেশে গরিব মানুষের সংখ্যা এখন ১ শতাংশের নীচে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪ কোটি বাড়ি তৈরি হয়েছে।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বিজেপির ইস্তেহার কমিটি এই ইস্তেহার তৈরি করেছে। এএনআই সূত্রের খবর, এই 'সঙ্কল্প পত্র' প্রকাশের আগে দেশজুড়ে একাধিক নির্বাচনী প্রচার চালিয়েছে বিজেপি। বিভিন্ন স্তরের মানুষের থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। এএনআই সূত্রের খবর, ইস্তেহারের জন্য অন্তত ১৫ লক্ষ পরামর্শ এসেছিলে বিজেপির কাছে। যার মধ্যে ৪ লক্ষ নমো অ্যাপের মাধ্য়মে। বাকি ১১ লক্ষ ভিডিওর মাধ্য়মে।
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের লোকসভা নির্বাচন। চলবে ১ জুন পর্যন্ত। ১৮ তম লোকসভা তৈরির জন্য দেশের ৫৪৩টি আসনে জনমত নেওয়া হবে। এবার মোট সাত দফায় ভোট হচ্ছে ভারতে। ফল প্রকাশ ৪ জুন। এবার ভারতের ১৪৪ কোটি নাগরিকের মধ্যে ৯৭ কোটি নাগরিক ভোট দিতে পারবেন। এবার লোকসভা নির্বাচনের সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন হবে- সেই তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওড়িশা। এর সঙ্গে ১৬টি রাজ্যের মোট ৩৫টি আসনে উপনির্বাচন হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাড়ি বন্ধক রেখে টাকা এনেছিলেন বাবা! সপ্তসিন্ধু জয়ের পথে আরও একধাপ এগোলেন সায়নী