Lok Sabha Election 2024: ১০৭ কিমি এলোমেলো রাস্তা-জঙ্গল অতিক্রম করে ২ বৃদ্ধের ভোটগ্রহণ ভোটকর্মীদের !
Maharashtra News: এই দীর্ঘ পথ অতিক্রম করে ১০০ বছর বয়সি কিস্তায়া মাদাবনিয়া ও ৮৬ বছরের কিস্তিয়া কোমেরার ভোটগ্রহণ করেন তাঁরা।
![Lok Sabha Election 2024: ১০৭ কিমি এলোমেলো রাস্তা-জঙ্গল অতিক্রম করে ২ বৃদ্ধের ভোটগ্রহণ ভোটকর্মীদের ! Lok Sabha Election 2024: Poll Officials Took 107-Km uneven and rough Route To Help two Elderly Men cast their Vote in Maharashtra Lok Sabha Election 2024: ১০৭ কিমি এলোমেলো রাস্তা-জঙ্গল অতিক্রম করে ২ বৃদ্ধের ভোটগ্রহণ ভোটকর্মীদের !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/7d435a7d11208fd709e77aa39fef02541712915188784170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গাচ্ছিরোলি (মহারাষ্ট্র) : একেই বোধ হয় বলে গণতন্ত্রের উৎসব। এলোমেলো ও প্রতিকূল পথ অতিক্রম করে দুই বৃদ্ধের ভোটগ্রহণ করলেন ভোটকর্মীরা। মহারাষ্ট্রের গাচ্ছিরোলি জেলায় খারাপ রাস্তা, জঙ্গলপথ ধরে প্রায় ১০৭ কিলোমিটার অতিক্রম করলেন শুধুমাত্র দু'জনের ভোটগ্রহণের জন্য। বাড়ি থেকেই ওই দুই বৃদ্ধ ভোট দিয়েছেন বলে খবর নির্বাচন কমিশনের আধিকারিকদের সূত্রে।
একজনের বয়স ১০০ বছর। অপরজন ৮৬-র বৃদ্ধ। কাজেই, এই বয়সে তাঁদের পক্ষে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়াও কঠিন। যদিও কমিশন ৮৫ ঊর্ধ্বদের ভোটগ্রহণের জন্য ব্যবস্থা নিচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে গাচ্ছিরোলি-চিমুর লোকসভা কেন্দ্রে। গাচ্ছিরোলির ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিস সূত্রে খবর, যাঁদের বয়স ৮৫ বছরের ঊর্ধ্বে এবং ৪০ শতাংশের বেশি বিশেষভাবে সক্ষমতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা থাকছে। কমিশনের সেই উদ্যোগে, আহেরি থেকে সিরোঞ্চা পর্যন্ত ১০৭ কিলোমিটার পথ অতিক্রম করেন নির্বাচনী আধিকারিকরা।
এই দীর্ঘ পথ অতিক্রম করে ১০০ বছর বয়সি কিস্তায়া মাদাবনিয়া ও ৮৬ বছরের কিস্তিয়া কোমেরার ভোটগ্রহণ করেন তাঁরা। এই দুইজনই ভোট দিতে আগ্রহী ছিলেন। এক নির্বাচনী আধিকারিক জানান, এই কেন্দ্রে ১ হাজার ৩৭ জন ৮৫ বছরের ঊর্ধেব ও ৩৩৮ জন বিশেষভাবে সক্ষমের বাড়ি থেকে ভোট দেওয়ার আবেদনে অনুমোদন দিয়েছে কমিশন।
এখনও পর্যন্ত ১২০৫ জন হোম ভোটার তাঁদের মতদান করেছেন।
একই ছবি এরাজ্যেও-
এদিকে একই ছবি দেখা গেছে এ রাজ্যেও।
প্রমীলা হালদার। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের বাসিন্দা। তথ্য অনুযায়ী, ১০৯ বছরের প্রমীলাই কাকদ্বীপ ব্লকের সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ।
পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি ভোটে তিনি অংশ নেন। তবে এবার বুথে গিয়ে ভোট দেবেন না। বাড়িতে ভোট নেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে প্রমীলার পরিবার। ইতিমধ্যে প্রশাসন সেই আবেদন মঞ্জুরও করেছে। এই ব্লকে ১০০ প্রবীণ ভোটার আছে বলে চিহ্নিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোট কর্মীরা।
কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজারবেড়িয়ার বাসিন্দা প্রমীলা। চার ছেলে, বউমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর। বয়সের কারণে হাঁটাচলা করতে পারেন না তিনি। তবে সংসারের সব খবর রাখেন বৃদ্ধা। অন্যবার বুথে গিয়ে ভোট দিলেও এবার তিনি বাড়িতেই ভোট দেবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সেই আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর হয়েছে। মথুরাপুর কেন্দ্রে ভোট ১ জুন। ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন বিশেষ এই ভোটের ব্যবস্থা করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)