Lok Sabha Election 2024 Live: বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে মণিপুর
Lok Sabha Poll Live News: লোকসভা নির্বাচনে সারা দেশের খবর এক ক্লিকে
LIVE
Background
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়। তার পরেই রয়েছে মণিপুর। কমিশনের দেওয়া তথ্য থেকে জানা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৭৭.৫৩ শতাংশ, মণিপুরে ৭৬.০৬ শতাংশ, ছত্তিশগড়ে ৭২ শতাংশ, পশ্চিমবঙ্গে ৭১.৮৪ শতাংশ, অসমে ৭০.৬৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২ শতাংশ,কেরলে ৬৩.৯৭, কর্নাটকে ৬৩.০৯, রাজস্থানে ৫৯.১৯, মধ্যপ্রদেশ ৫৪.৮৩, মহারাষ্ট্রে ৫৩.৫১, বিহারে ৫৩.০৩ ও উত্তরপ্রদেশে ৫২.৭৪।
Lok Sabha Poll Live: দার্জিলিঙে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭১.৪১, রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ আর বালুরঘাটে ৭২.৩০
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত ৭১.৮৪ ভোট পড়েছে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি জানান, দার্জিলিঙে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭১.৪১। রায়গঞ্জে ৭১.৮৭ ও বালুরঘাটে ৭২.৩০ শতাংশ। ফলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭১.৮৪ শতাংশ।
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live: উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত মদ, মাদক ও নগদ সহ ৩২২ কোটি
লোকসভা নির্বাচনের প্রচারের সময় এনফোর্সমেন্ট সংস্থাগুলি উত্তরপ্রদেশে মদ, মাদক ও নগদ সহ ৩২২ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করল।
Lok Sabha Poll Live: মধ্যপ্রদেশে ছত্তরপুরে ভোট পড়ল ৮০ শতাংশ
মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ভোট পড়ল ৮০ শতাংশ। এপ্রসঙ্গে ওখানকার অ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসার অখিল রাঠোর বলেন, "গোটা ছত্তরপুর জেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোট পড়েছে ৮০ শতাংশ।"
Lok Sabha Election 2024 Phase 2 Voting Live: "এই সুযোগ ছাড়া উচিত নয়", তিরুবন্তপুরমে ভোট দিয়ে বললেন রাজ্যপাল
"কারোরই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।" শুক্রবার কেরলের তিরুবন্তপুরমে ভোট দেওয়ার পরে একথাই বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Lok Sabha Poll Live: উত্তরপ্রদেশের বারেলিতে মেগা রোড শো নরেন্দ্র মোদির
শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তরপ্রদেশের বারেলিতে মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।