Lok Sabha Polls 2024: 'রচনা নয়, আগে অভিনন্দন জানাব লকেটকে', প্রতিক্রিয়া রচনার প্রাক্তন স্বামীর
Sidhant On Rachana Locket: হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগ দিয়ে কী বললেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী ?
হুগলি: হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Rachana Banerjee) । আর তার বিপরীতে দীর্ঘদিনের সহ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিট পেয়ে লোকসভা ভোটে লড়ছেন। তবে গল্পে নতুন ট্য়ুইস্ট। এবার বিজেপি যোগ দিলেন রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র ( Sidhant Mohapatra)। আর বিজেপিতে যোগ দিয়েই রচনা প্রাক্তন স্বামী বলেছেন, 'রচনা নয়, আগে অভিনন্দন জানাব লকেটকে।'
২০০৯ সাল থেকে তিনি ছিলেন বিজেডিতে। গতকালই বিজেডি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সিদ্ধান্ত মহাপাত্র। লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) প্রার্থী হবেন কি না, ঠিক নেই এখনও। ওড়িশার ব্রহ্মপুর থেকে ২ বার সাংসদ নির্বাচিত হয়েছেন সিদ্ধান্ত। ওঁকে আমার অনেক শুভেচ্ছা, প্রাক্তন স্বামীর উদ্দেশে মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী
বিস্তারিত আসছে...