Lok Sabha Polls: 'ইউসুফ পাঠান ও মোদি দুজনেই গুজরাতের..', TMC- র প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক সুকান্ত
Sukanta Attacks Yusuf Kirti : 'ভবিষ্যতে ED- CBI ওনাকে ধরতে পারে..', তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই কাদের কথা বললেন সুকান্ত ?
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ্যে আসতেই এবার একাধিক প্রশ্নে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শাসকদলের প্রার্থী তালিকায় 'বাঙালি' ও 'বহিরাগত' ইস্যুতে প্রশ্নের কাঠগোড়ায় রাখলেন দুজনকে। শব্দবাণ ছুঁড়লেন নিজের কেন্দ্র থেকে শাসকদলের (TMC) টিকিট পাওয়া প্রার্থীকেও।
'ইউসুফ পাঠান ও মোদি দুজনেই গুজরাতের..'
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যখন তৃণমূল কংগ্রেসের তালিকা বেরিয়েছে, তার একটু আগেই ভাগ্নে (নাম না করেই) বড়বড় কথা বলছিলেন। বিজেপি হল অ্যান্টি বেঙ্গলি। এদিকে যখন ক্যান্ডিডেট তালিকা সামনে এসেছে, তখন দেখা গেল বাইরে থেকে প্রার্থী এনেছে শাসকদল। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান এরা কি বাঙালি ? ইউসুফ পাঠান ও মোদি দুজনেই গুজরাতের। মোদি বহিরাগত যখন বলা হয়, তাহলে এদের ক্ষেত্রে কী করে সেই তকমা প্রযোজ্য নয়, এবার গুজরাটি মুসলিমকে নিয়ে আসলেন, কোনও বাঙালি মিলল না এবার ? এটা লজ্জার, অ্যান্টি বেঙ্গলি পার্টি আসলে তৃণমূল কংগ্রেস, দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি।
'হারতে হবে এই বুড়ো বয়েছে,ভবিষ্যতে ED- CBI ওনাকে ধরতে পারে..'
তবে কীর্তি আজাদ, ইউসুফ পাঠানেই থেমে থাকেননি সুকান্ত। তোপ দেগেছেন নিজের কেন্দ্র বালুরঘাট থেকে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও। চলাফেরা করতে পারেন না, চোখের অপারেশন হয়েছে কিছুদিন আগে, ওনাকে লড়াচ্ছে ! এমনকি ওনার নামও এসেছে, ভবিষ্যতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED- CBI ওনাকে ধরতে পারে। তাঁকে তৃণমূল প্রার্থী করেছে, হারতে হবে এই বুড়ো বয়েছে, বলে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার।
#WATCH | Sandeshkhali, North 24 Parganas: West Bengal BJP President Sukanta Majumdar says, "Just half an hour before the TMC's list was announced, Abhishek Banerjee was making statements like BJP is anti-Bengal. Now, when the candidates are announced, it's clear that TMC is… pic.twitter.com/jDFEhPZOkv
— ANI (@ANI) March 10, 2024
আরও পড়ুন, তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক, ডায়মন্ড হারবারে ঘাসফুলের মুখ কে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)