Lok Sabha Election 2024: ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে : শুভেন্দু অধিকারী
Suvendu Attacks Dev: দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়, কী বললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ?
![Lok Sabha Election 2024: ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে : শুভেন্দু অধিকারী Lok Sabha Election 2024 Suvendu Adhikari Attacks Ghatal TMC Candidate Dev Adhikari around BJP Candidate Hiran Chatterjee Lok Sabha Election 2024: ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে : শুভেন্দু অধিকারী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/d855d31c77ef4cecd4404ca61340b8e51716058815803484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও অমিত জানা, কলকাতা: শনিবার পাঁচকুড়ির সভা থেকে দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বললেন, 'ঘাটালের হিরোকে জিরো করব। ২৩ তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না।' যদিও এতে গুরুত্ব দিতে নারাজ দেব। পাশাপাশি, ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পাঁচকুড়ির সভা মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, ঘাটালের হিরোকে জিরো করব, হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না।২৩ তারিখ সকালবেলা।ফলো করবেন। ৯টার সময় এক্স হ্যান্ডেল। সোশাল মিডিয়া।'
পাল্টা ঘাটাল তৃণমূল প্রার্থী দেব বলেন, দেখবো। দেখবো। শুধু আমি না বাংলা দেখবে। দেখা যাক।এটা ভোটে জেতা রাজনীতি চমকানো ধমকানোর রাজনীতি এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। দেবের সংযোজন, এইসবের মধ্য়ে মাথা ঘামাতে পারছি না। আর এইসবের মধ্যে, টাইম নষ্ট করতে পারছি না। কারণ ২৩ তারিখ আমাদের সবারই জন্য খুব গুরুত্বপূর্ণ। যতটা শুভেন্দু অধিকারীর জন্য। কারণ সেদিনটা শেষ প্রচার হবে। ততটা আমার জন্য ততটা প্রত্য়েকের জন্য়। তো আমার মনেহয় সবাইকে শুভেচ্ছা।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে শেয়ার করা এই অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এই প্রেক্ষাপটেই শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেব বলেন, 'অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা FIR দায়ের করছি অডিও ভাইরালের জন্য। এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমার মনেহয় চিহ্নিত করা উচিত। সন্ধেবেলাকালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি, পুলিশ কেন ED,CBI, FBI, যে যে এজেন্সি আছে পৃথিবীজুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে আমার মনেহয় তদন্তে চিহ্নিত করা হবে, এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্য়ে এতটা নীচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে।'
আরও পড়ুন, 'কংগ্রেসকে খতম করবে, আমি তাঁকে খাতির করব ?' কাকে বললেন অধীর ?
হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'আজকে রোজভ্য়ালির যে CBI চার্জশিট জমা দিল, সেখানে দেখলাম যে এই মাননীয় প্রাক্তন সাংসদের নামও দেখলাম সেখানে আছে। উনি সবসময় বলেন যে, উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্নার টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, ৭কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি তিনি বলেছেন।' ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে, ২৩ তারিখ সকাল ৯টায় কী হবে? কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? সেটাই এখন প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)