Debangshu Bhattcharya: TMC-র দুই বুথ এজেন্টকে 'অপহরণের' অভিযোগ দেবাংশুর !
Tamluk Lok Sabha Constituency : প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
তমলুক : ষষ্ঠ দফার ভোটের শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে (Tamluk Lok Sabha Constituency)। ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তা-ই নয়, তিনি তাঁদের দুই এজেন্টকে 'অপহরণের' অভিযোগও তুলেছেন।
দেবাংশুর কথায়, 'তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে। আমাদের দুই জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না। নন্দীগ্রামে একটি বুথে প্রিজাইডিং অফিসার উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। এনিয়ে জেনারেল অবজার্ভারকে হোয়াটসঅ্যাপ করেছি। আমরা বিশ্বাস করি, টুকলি করে পাস করা যায়, কিন্তু ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন। যেখানে অপহরণ করা হয়েছে সেখানে বিকল্প বসানো হয়েছে। পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। সোনাচূড়ায় গত দুই দিনে প্রচুর ভোটারের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে, যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে। গোটা সোনাচূড়া সন্ত্রস্ত এখনও পর্যন্ত। কর্মীদের আটকানো হয়েছে। খবর পেলাম, কোনও একটা জায়গায় সম্ভবত বাঁশের সাঁকো ছিল। যেখানে ওপার দিয়ে ভোটাররা আসেন। প্রায় ৪০০ ভোটার। সেই সাঁকোটা ভেঙে দেওয়া হয়েছে। যাতে ৪০০ ভোটার আসতে না পারেন। '
এদিকে এদিন ভোট শুরু আগে হলদিয়ায় একটি বুথে বিক্ষোভের মুখে পড়েন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Tamluk Lok Sabha Constituency BJP Candidate Abhijit Gangopadhyay)। তাঁকে ঘিরে 'চোর চোর' স্লোগান তোলে বিক্ষোভকারীরা। 'বিজেপি হটাও দেশ বাঁচাও', 'চাকরি চোর' স্লোগানও শোনা যায়। বুথের ভেতর থেকে বিজেপি প্রার্থী বেরিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বহু সংখ্যক মানুষ তাঁকে ঘিরে একের পর এক স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে নিরাপদে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভের মুখেই ঘটনাস্থল ছাড়েন অভিজিৎ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।