Congress on TMC Candidate List: প্রার্থী তালিকা ঘোষণা, রাজ্যে একাই লড়বে তৃণমূল; কী বলল কংগ্রেস ?
Seat-Sharing Possibility Spoiled: আজ তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার জেরে রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোটের সব সম্ভাবনায় কার্যত জল ঢালা গেল
কলকাতা : দলনেত্রীর ঘোষণা মতোই রাজ্যের ৪২টি আসনেই আজ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কয়েকদিন আগেও দাবি করেছিলেন, আসন ভাগাভাগি নিয়ে দুই দলের আলোচনা চলছে। তার পরেও আজ তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার জেরে রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোটের সব সম্ভাবনায় কার্যত জল ঢালা গেল। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার সরব হল কংগ্রেস।
কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "কংগ্রেস বারবার ইচ্ছাপ্রকাশ করেছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে সম্মান রেখে জোট করার। জাতীয় কংগ্রেস সবসময় চেয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোনও সমঝোতায় আসুক দুই দল, একতরফা ঘোষণা করে নয়। কংগ্রেস সবসময় চেয়েছে I.N.D.I.A ব্লক একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক।"
#WATCH | On TMC announcing its candidates on all 42 Lok Sabha seats in West Bengal, Congress MP Jairam Ramesh says, "The Indian National Congress has always maintained that it wants a respectable seat-sharing formula with the TMC in West Bengal. It means mutual negotiations, give… pic.twitter.com/013XuFQEl1
— ANI (@ANI) March 10, 2024
৪২টি লোকসভা কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী ঘোষণা রাজ্যের শাসক দলের। কেমন হল প্রার্থী তালিকা ?
কোচবিহার: তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়াআলিপুরদুয়ার: তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী বিধায়ক নির্মলচন্দ্র রায়
দার্জিলিং: তৃণমূল প্রার্থী গোপাল লামারায়গঞ্জ: তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
বালুরঘাট: তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র
মালদা উত্তর: তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা দক্ষিণ: তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান
জঙ্গিপুর: তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
বহরমপুর: তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (কেকেআরের জয়ী দলের সদস্য)
মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী আবু তাহের খান
বনগাঁ: তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস
কৃষ্ণনগর: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
রানাঘাট: তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
ব্যারাকপুর: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক
দমদম: তৃণমূল প্রার্থী সৌগত রায়
বারাসাত: তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম
জয়নগর: তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল
মথুরাপুর: তৃণমূল প্রার্থী বাপি হালদার
ডায়মন্ড হারবার: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর: তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ: তৃণমূল প্রার্থী মালা রায়
কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া: তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া: তৃণমূল প্রার্থী শাজদা আহমেদ
শ্রীরামপুর: তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি: তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ: তৃণমূল প্রার্থী মিতালি বাগ
তমলুক: তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
কাঁথি: তৃণমূল প্রার্থী উত্তম বারিক
ঘাটাল: তৃণমূল প্রার্থী দেব
ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন
মেদিনীপুর: তৃণমূল প্রার্থী জুন মালিয়া
পুরুলিয়া: তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো
বাঁকুড়া: তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী
বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
আসানসোল: তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
বোলপুর: তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূম: তৃণমূল প্রার্থী শতাব্দী রায়
বিষ্ণুপুর: বিজেপির সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল
বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার
মালদা উত্তর: তৃণমূল প্রার্থী সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়