Lok Sabha Poll 2024: অশান্তি থেকে ছাড় পেল না প্রথম দফার ভোট, জায়গায় জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসকদল
Lok Sabha Poll TMC Attacked: ভোটের সকাল থেকে একাধিক জায়গায় আক্রান্ত শাসকদল, দেখুন একনজরে....
কোচবিহার: লোকসভা নির্বাচন (Lok Sabha ELection 2024) ঘিরে চারিদিকে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তবুও ভোটের সকাল থেকেই একের পর এক অভিযোগ এসেই চলেছে নির্বাচন কমিশনে (Election Commission)। ভোটের আগে এবং ভোট চলাকালীন সময়ের মধ্যে ইতিমধ্যেই একাধিকবার আক্রান্ত হয়েছে শাসকদল (TMC) বলে অভিযোগ। তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানো থেকে শুরু করে তৃণমূলের কর্মীর উপরে হাঁসুয়া নিয়ে হামলারও অভিযোগ উঠেছে।
হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর 'হামলা'
লোকসভা ভোটের আগের রাতেও অশান্ত কোচবিহার। হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দলের বুথ সভাপতির বাড়িতে যাওয়ার সময় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন এক তৃণমূলকর্মী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে।যদিও, তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নিজেদের মধ্য়ে গন্ডগোল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
মাথাভাঙাতেও তৃণমূল কর্মীকে 'মারধর'
মাথাভাঙাতেও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টাকা ও মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। পাশাপাশি তুফানগঞ্জে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বক্সীরহাট থানার পুলিশ।
থানায় অভিযোগ জানালেন উদয়ন
কোচবিহারের দিনহাটায় আক্রান্ত হয়েছেন এক তৃণমূল নেতা। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বাড়ির কাছেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ জানাতে থানায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।এদিন উদয়ন গুহ জানিয়েছেন, আমাদের দুই জন কর্মীর উপরে বিজেপির গুণ্ডারা আক্রমণ করে।ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ভীষণভাবে আহত। ১২ টা সেলাই পড়েছে।এখন সিটি স্ক্যান করতে পাঠিয়েছেন চিকিৎসকরা। এবং হাতেও লেগেছে। অপর আরেকজনও হাসপাতালে ভর্তি রয়েছে।'
আরও পড়ুন, ভোটের প্রথম ৩ ঘণ্টায় ১৫১টি অভিযোগ জমা কমিশনে, রাজভবনের পিসরুমে নজর রাজ্যপালের
'পরিকল্পিতভাবে গুন্ডামি'
এরপরেই উদয়নের মুখে শোনা যায় নিশীথের সেই আর্জির কথা। তোপ দেগে উদয়ন গুহ বলেন,' ওই যে আবেদন করেছে, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। এই সব বলে, নিজেরা পরিকল্পিতভাবে গুন্ডামি করছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।