Election 2024:কল্যাণের পাশে কাঞ্চন কই? মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর পাশে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক
TMC Serampore Candidate Kalyan Banerjee:মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ও কল্যাণের সঙ্গে দেখা গেল না কাঞ্চন মল্লিককে। বরং প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিতে গেলেন কল্যাণ।
সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: দলে কি ক্রমেই (Election 2024) কোণঠাসা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick Absent In Kalyan Banerjee Nomination)? গত কাল তাঁকে প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন শ্রীরামপুরের দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ও কল্যাণের সঙ্গে দেখা গেল না উত্তরপাড়ার বিধায়ককে। বরং, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিতে গেলেন কল্যাণ।
কী জানা গেল?
শুক্রবার বিশাল মিছিল করে উত্তরপাড়া থেকে মনোনয়ন জমা দিতে চুঁচুড়া রওনা দেন শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী। উত্তরপাড়ার বালি খাল থেকে শুরু হয় মেগা র্যালি। সেখান থেকে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ। আগাগোড়া সঙ্গে ছিলেন তার সতীর্থ ও উত্তারপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। তাৎপর্যপূর্ণভাবে গত কালের ঘটনার পর আজ কল্যাণের মনোনয়ন জমা দেওয়ার পর্বেও দেখা যায়নি উত্তরপাড়ার বর্তমান বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে। লোকসভা ভোটের প্রচার যখন তুঙ্গে, তখন কাঞ্চনকে প্রথমে প্রচার কর্মসূচি থেকে নামিয়ে দেওয়া এবং আজকের অনুপস্থিতি স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে অনেকের।
এদিন শকুন্তলা কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে প্রবীর ঘোষাল বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের বন্ধু। শুধু বন্ধু নন, তিনি এক জন আদর্শ জন প্রতিনিধি। পার্লামেন্টে ভোটে জিতে অনেক জনপ্রতিনিধিকেই আর ময়দানে দেখা যায় না। তার বিপরীত কল্যান বন্দ্যোপাধ্যায়। দিন নেই রাত নেই, সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন।' উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক এই কারণেই তাঁকে আদর্শ জনপ্রতিনিধি বা আদর্শ সাংসদ হিসেবে মনে করেন। উল্লেখ্য, তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়ার পরও পরবর্তী সময়ে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন প্রবীর। তবে পরে ফের তৃণমূলে ফিরে আসেন। বর্তমানে তিনি কল্যাণ-ঘনিষ্ট বলে পরিচিত। সেই প্রবীরকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক। প্রসঙ্গত, গতকালের ঘটনার পর থেকে সরগরম হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই গুঞ্জন, তবে কি আগামী বিধানসভা নির্বাচনে কোনও বড়সড় রদবদলের কথা ভাবতে পারেন শীর্ষ তৃণমূল নেতৃত্ব? এখনই সেই নিয়ে কোনও ইঙ্গিত নেই ঠিকই, তবে আলোচনা থামানো যাচ্ছে না।
কাঞ্চনের প্রতিক্রিয়া...
বৃহস্পতিবার কল্যাণের প্রচারে গিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু সেখানে কল্যাণ তাঁকে বলেন 'গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন !' এই বলে প্রচার গাড়ি থেকে অভিনেতা বিধায়ককে নামিয়েও দেওয়া হয়। যদিও কাঞ্চনের দাবি, 'আমি যত জায়গায় প্রচারে গিয়েছি মহিলাদের কোনও ক্ষোভ-বিক্ষোভের সামনে পড়িনি। কোথাও বিক্ষোভের মুখে পড়িনি। উল্টে ভালবাসাই পেয়েছি। সবার আশীর্বাদই পেয়েছি। উনি কী ভাবছেন সেটা আমার জানার কথা নয়।' সব মিলিয়ে তাল কেটেছিল গত কাল। আজ কল্যাণের মনোনয়ন জমা দেওয়ার পর্বে কাঞ্চনের অনুপস্থিতি আরও জল্পনা বাড়াল।
আরও পড়ুন:আমি কি ডিস্কো ড্যান্স করব ? কেন এমন মন্তব্য তৃণমূলের গৌতম দেবের ?