![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamata Banerjee: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা
Mamata Meet TMC Newly Elected MP: সংসদে দলের রণনীতি কী হবে? তা নিয়ে কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়..
![Mamata Banerjee: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা Lok Sabha Election Result 2024 Mamata Banerjee will meet with TMC s Newly elected MP in Kalighat on Saturday Bangla News Mamata Banerjee: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/05/82c0f9f9061beca0aa0fe8bd67b006e81717587603280484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)। শনিবার বিকেল চারটেয় কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক।
গতকাল লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বড়সড় সাফল্যের পর এবার দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে দলের রণনীতি কী হবে? সেবিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Allaince) বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এবং সেখানে তিনি বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে সরকার গঠনের তৎপরতা হলে কী হবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল দাবি করছে, তৃণমূলের নব নির্বাচিত সাংসদের মধ্যে ৩৮ শতাংশ হলেন মহিলা।
আরও পড়ুন, শিয়ালদায় কাল থেকে বন্ধ একাধিক প্ল্যাটফর্ম, দূরপাল্লার এই ট্রেনগুলি ছাড়বে কলকাতা স্টেশন থেকে..
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)