Lok Sabha Polls 2024: ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের
EC On Hiran Chatterjee : দিলীপের পর এবার কী কারণে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করল কমিশন ?
পশ্চিম মেদিনীপুর: আগে একাধিকবার তাঁদের মধ্যে 'দূরত্ব' প্রকাশ্যে এসেছে। 'ব্যানার বিতর্ক' থেকে শুরু করে একাধিক ইস্যু সেখানে রয়েছে। এমনও দেখা গিয়েছে একই অনুষ্ঠানে, দুজনেরই যাবার কথা। কিন্তু একই সময় দুজনে যাননি। সময়ের আগে পিছে, দুজনের উপস্থিতি ধরা পড়েছে। শহরটার নাম খড়গপুর (Kharagpur)। আর যাদের নিয়ে কথা হচ্ছে, একজন হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অপরজন হিরণ চট্টোপাধ্যায়। এবারের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। ওদিকে দেবের বিপরীতে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এই অবধি প্রেক্ষাপট ছিল অন্য। পট বদলেছে গতকাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে অপ্রীতিকর ও অপমানজনক মন্তব্যের জেরে, দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (EC)। আর এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের।
ডেবরায় বিডিও অফিসে গিয়ে ঠিক কী বলেছিলেন ?
গতকাল ডেবরায় বিডিও অফিসে গিয়ে ঠিক কী বলেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী, তা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়।ডেবরায় বিডিও অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। এরপরেই ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করল কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের জবাব তলব করা হয়েছে। এদিকে, বুধবার সকালে দুঃখপ্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন, এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যাঁর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত ঝগড়া নেই। যাঁর সম্পর্কে আমার মনে কোনও ক্লেশ নেই কোনও ক্লেদ নেই, কোনও দুর্ভাবনাও নেই। উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে। অন্যরাও বলেছেন যে, অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত।'
আরও পড়ুন, জুনের গাড়িতে উঠতেই ক্ষোভের মুখে অর্পিতা, TMC প্রার্থীর গাড়ি থেকে নামলেন বাধ্য হয়েই..
প্রেক্ষাপট ২
দীর্ঘদিনের সহকর্মী তাঁরা। বহু বছর এই বাংলা ছবিতেই কাজ করেছেন। একজন হিরণ। অপরজন দেব। কিন্তু রাজনীতির ময়দানটা পুরোপুরি আলাদা। এবার একে অপরের বিরুদ্ধে লড়ছেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। তবে এই ইস্যু ঘাটালেই আটকে নেই। একই পথের পথিক, জানান দেয় হুগলি লোকসভা কেন্দ্রও। দোরগড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রচারে নেমেছেন হিরণ চট্টোপাধ্য়ায়। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির। ঘাটালে লড়াইয়ের ময়দানে এবার মুখোমুখী দুই তারকা।ইতিমধ্য়েই এলাকায় জমজমাট প্রচার সেরেছেন দুই প্রার্থী।যাইহোক একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে তখন। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তখন প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। উঠেছে দুর্নীতির অভিযোগ। বাতাসে যখন ঘোরাফেরা করছে রাজনীতি ছাড়তে পারেন দেব। ঠিক সেই সময় হিরণ বলেছিলেন, উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে ২৪ ঘণ্টা কাজ করতে হবে।' যদিও তারপরটা সবারই জানা। রাজনীতি ছাড়েননি, বরং হাজার ভোল্টের বক্তব্য রেখে ঝড় তুলেছেন। অন্যতম বড় হাতিয়ার, 'ঘাটাল মাস্টার প্ল্যান।'