এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: কোন ইস্যু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ?

Lok Sabha Elections 2024: চব্বিশের ভোটে কোন বিষয়গুলি ভোটারদের মনে দাগ কাটবে ?...

কলকাতা: গত লোকসভায় (Lok Sabha Elections 2024) বড় ইস্যু ছিল নোট বাতিল এবং জিএসটি। চব্বিশের লোকসভা ভোটে নিঃসন্দেহে বড় ইস্য়ু CAA । কিন্তু এর পাশাপাশি আরও কোন বিষয়গুলি ভোটারদের মনে দাগ কাটবে ? ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ? চলুন একটু দেখে নেওয়া যাওয়া যাক।

লোকসভা ভোটের আগে অন্যতম বড় ইস্যুগুলি হল-

১) সিএএ

২) রাম মন্দির উদ্বোধন।

৩) মহাকাশ বিজ্ঞান (Space Science Development), চন্দ্রযান ৩

৪) সেলা টানেল

৫) Article 370

৬) পরিবহণ-রেল বিভাগ 

৭) জ্বালানির দর

৮) সামরিক

৯) বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

১০) ফ্রি রেশন

সিএএ

লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন করে,২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA পাস করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। এই আইন অনুযায়ী,পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের  মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি, সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর,২০১৯-এর ১২ ডিসেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় CAA। মোদি সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী,হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। 

রাম মন্দির উদ্বোধন 

চব্বিশের ভোটের আগে নিঃসন্দেহে আরও একটি বড় ইস্যু হল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই মন্দিরকে ঘিরেই আগামী ৫ বছরে অযোধ্যা শহরে প্রায় ২ লক্ষ মানুষ কাজ পেতে পারেন। আর এই সম্ভাবনার কথা প্রকাশিত হয় ইকোনমিক টাইমসে। 

মহাকাশ বিজ্ঞান ও চন্দ্রযান ৩

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশ যানের সফল অবতরণ। ২০২৩ সালের অগাস্টে ভারতের মুকুটে নয়া পালক জোড়ে ইসরো। মহাকাশে দীর্ঘ ১ মাসের যাত্রা শেষে, ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। 

সেলা টানেল

লোকসভা ভোটের আগে সেলা টানেল উদ্বোধনও একটি বড়সড় ইস্যু। চিন ও ভারতের সংঘাতের মাঝে এটি একটি মৌলিক সমীকরণ। এই টানেলের ফলে সহজেই ভারত-চিন সীমান্ত লাগোয়া তাংয়াং সেক্টরে পৌঁছে যেতে পারবে ভারতীয়রা।

৩৭০ ধারা

লোকসভা ভোটের আগে আরও একটি বড় ইস্যু আর্টিক্যাল ৩৭০। ২০১৯ সালের ৫ আগস্ট বিজেপি নের্তৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়।  মূলত গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের তরফে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসংবিধানিক নয়। দেশের শীর্ষ আদালত জানায়, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক। জম্মু ও কাশ্মীরে  ভারতীয় সংবিধানই চলবে বলেই জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। 

পরিবহণ-রেল বিভাগ 

 লোকসভা ভোটের আগে এরাজ্যের রেলকে উন্নত করতে একাধিক খাতে বরাদ্দ কেন্দ্রের। একাধিক নতুন রেল স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ তৈরি করবে পূর্ব রেল। বেশ কিছু নতুন প্রকল্প বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। গতি বাড়ছে মেট্রো প্রকল্পেও।  লোকসভা ভোটের মুখে আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও একটি বন্দে ভারত পেয়েছে বাংলা। নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে ছুটবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাতের আমদাবাদ থেকে সেমি হাইস্পিড ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারতও।

জ্বালানির দর

 লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) আগে জ্বালানির দরে বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলে ২ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার দরুণ পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে কমেছে। একুশ সালে বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে ১০০ নিচে জ্বালানির দর নেমেছিল। দর নেমেছিল আচমকাই ৫ রাজ্যের ভোটের আগেও। তারপর ২০২২ সালের পর, ফের চব্বিশে বড় বদল ধরা পড়েছে।

সামরিক

 পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত ( (Nuclear Capable Ballistic Missile)। ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম আইল্যান্ড থেকে পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের উৎক্ষেপণ সফল হয়। দেশের নিরাপত্তা মন্ত্রক জানায়, রাতের আকাশে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপন করা হয় অগ্নি ৫ ব্যালেস্টিক মিসাইলের। ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজের নাম INS বিক্রান্ত। চলতি বছরে ২ সেপ্টেম্বর, আইএনএস বিক্রান্ত-এর উদ্বোধন করা হয়।ভারতীয় সেনবাহিনীতে নিয়োগের নতুন নিয়ম-অগ্নিপথ

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

বাইশ সালে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিলের ছাড়ের কথা জানিয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিংহ মান। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে রামন্দিরের উদ্বোধন শেষে,  মোদি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমের কথা। যাতে উপকৃত হবে ১ কোটি পরিবার।এই পরিষেবায় প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে পাবে উপভোক্তা পরিবারগুলি। 

ফ্রি রেশন

ভোটের আগে ফ্রি রেশন (Free Ration) পরিষেবাও একটি বড় ইস্যু। বলার অপেক্ষা রাখে না, যা ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে।  

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপ নির্বাচন হবে : কমিশন

(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Best Stocks To Buy: তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
Petrol-Diesel Price: ১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
Stock Market Update: ডিসেম্বরেই ৯০,০০০ ছোঁবে সেনসেক্স, নিফটি যাবে ২৭০০০ পয়েন্ট !
ডিসেম্বরেই ৯০,০০০ ছোঁবে সেনসেক্স, নিফটি যাবে ২৭০০০ পয়েন্ট !
Advertisement
ABP Premium

ভিডিও

Sougata Roy:'ও তো রাজনৈতিক লোক নয়, ও একটু কাব্য়িক, ওর এলাকার নির্বাচনও অন্য লোকে করায়',কটাক্ষ সৌগতরChiranjeet Chakraborty: 'ভোটে কাজে লাগাতে গুন্ডাদের ব্যবহার করছে নেতাদের একাংশ', বিস্ফোরক চিরঞ্জিতPurba Bardhaman: BDO-র জমকালো আইবুড়ো ভাতের আসর বসল পূর্ব বর্ধমানে! ABP Ananda LIVESayantika Banerjee: ধনকড়ের পথেই হেঁটে ডেপুটি স্পিকারকে সায়ন্তিকাদের শপথগ্রহণের প্রস্তাব রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Best Stocks To Buy: তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
Petrol-Diesel Price: ১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
Stock Market Update: ডিসেম্বরেই ৯০,০০০ ছোঁবে সেনসেক্স, নিফটি যাবে ২৭০০০ পয়েন্ট !
ডিসেম্বরেই ৯০,০০০ ছোঁবে সেনসেক্স, নিফটি যাবে ২৭০০০ পয়েন্ট !
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Embed widget