Abhishek Banerjee: শীঘ্রই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু? দিনক্ষণও জানিয়ে দিলেন অভিষেক
Loksabha Election 2024: ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে রবিবাসরীয় রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
![Abhishek Banerjee: শীঘ্রই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু? দিনক্ষণও জানিয়ে দিলেন অভিষেক Loksabha Election 2024 Abhishek Banerjee Date Announced On Ghatal Master Plan Abhishek Banerjee: শীঘ্রই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু? দিনক্ষণও জানিয়ে দিলেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/07/3162febd12f20f6c6c11dfe740efbc6f171249203874751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যানে (Ghatal Master Plan) নিয়ে এবার ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেবের (Dev) সমর্থনে প্রচারে গিয়ে অভিষেকের আশ্বাস, '৩১ ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ হবে'। তিনি স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যান করবে।'
দেবের সমর্থনে অভিষেকের রোড শো: ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে রবিবাসরীয় রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে হেলিপ্যাডে নামেন অভিষেক। এরপর ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করেন রোড শো। এই রোড শো শেষ হয় ঘাটাল শহরে তৃণমূলের পার্টি অফিসের সামনে। রোড শো শেষে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে সেখান থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশারবাণী শোনালেন তিনি।
এদিন অভিষেক বলেন, "কথা দিয়ে যাচ্ছি এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্য়ে ঘাটাল মাস্টার বাস্তবায়িত করার কাজ শুরু করে দেব। আমি ১৪ই মার্চ জলপাইগুড়ি থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে চ্য়ালেঞ্জ করেছিলাম আবাসের যে তালিকা হয়েছে তাতে। ১০ পয়সার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। বাংলাকে এরা টাকা দেয়নি। যেদিন বিজেি বাংলায় হেরেছে আপনাকে ভাতে মারার চেষ্টা করছে। বিজেপি বলছে আমরা যদি জিতি ৩ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেব। বিজেপি ১৭টা রাজ্য়ে ক্ষমতায়। প্রত্য়েক রাজ্য়ে যদি দেড় হাজার টাকা দিতে পারে মহিলাদের আমি রাজনীতি ছেড়ে দেব। ২০১৭-১৮ থেকে যারা বাড়ির জন্য় এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরেছেন আবাসের জন্য়। খালি ভারত সরকার, কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা টাকা দিতে পারিনি। যেমন ঘাটাল মাস্টার প্ল্য়ান। ৩১ ডিসেম্বরের মধ্য়ে যারা বাড়ির আবেদন করেছেন বাংলার সরকার চাকা দেবে। ৩১ ডিসেম্বরের মধ্য়ে অ্য়াকাউন্টে ঢুকে যাবে। বাড়ির টাকার জন্য় আপনি। ৪ তারিখ যখন ভোটবাক্স খুলবে পদ্মফুল যেন বিশেষ করে ঘাটালে চোখে সর্ষেফুল দেখে এটা নিশ্চিত করতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)