(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Election 2024 : সৌজন্যের নজির হাওড়ায়! বিজেপি প্রার্থী 'আশীর্বাদ চাইতে' ছুটে গেলেন রাজ্যের মন্ত্রীর কাছে
Howrah Loksabha constituency : শনিবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি।
সুনীত হালদার, হাওড়া : লোকসভা ভোটের আবহে চারিদিকে কুকথার তোড়। প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণও চলছে অহরহ। এরই মধ্যে সৌজন্যের নজির গড়ছেন বিভিন্ন দলের কতিপয় নেতা। যেমন হাওড়া লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী । আগে তিনি ছিলেন তৃণমূলেই। ছিলেন হাওড়া শহরের মেয়র। তবে এখন তিনি বিজেপিতে। পেয়েছেন লোকসভা ভাটোর টিকিটও । সারা হাওড়া কেন্দ্র চষে বেড়াচ্ছেন প্রবল গরমেও। জনসংযোগ চলছে দিনভর। এবার রথীন চক্রবর্তী সরাসরি পৌঁছে গেলেন তাঁর পূর্ব-দলের সতীর্থ অরূপ রায়ের বাড়ি।
শনিবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি। যদিও দুজনের দেখা হয়নি বলেই সূত্রের খবর। বিজেপি প্রার্থী জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের কারণে তিনি দেখা করতে গিয়েছিলেন। আর অরূপ রায়ের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। সেই যোগসূত্রের খাতিরেই তিনি গিয়েছিলেন হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়ের কাছে।
শনিবার সকালে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তার হুডখোলা জিপ যখন ষষ্ঠীতলায় পৌঁছায় , তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন।
সেই সময় অবশ্য মন্ত্রী নিজের অফিসে ছিলেন না। বাড়িতে নিজের কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন। ফলে অরূপ রায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি। এদিন রথীন চক্রবর্তী বলেন, তিনি এই এলাকার পুরনো বাসিন্দা। ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় তিনি মন্ত্রীর বাড়িতে যান, যদিও তাঁর সঙ্গে দেখা হয়নি। তাড়া থাকায় তিনি তাঁর বাড়ির লোকেজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করে আসেন।
হাওড়ার বিজেপি প্রার্থী জানালেন, তিনি সৌজন্যবোধের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই অগ্রজ অরূপদার আশীর্বাদ চান। এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়নি কারণ তিনি ব্যস্ত ছিলেন। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে। তিনিও সৌজন্যবোধে বিশ্বাস করেন। তিনিও প্রার্থীকে আশীর্বাদ করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?