Loksabha Election 2024: ভোট লুঠ ও সন্ত্রাসের আশঙ্কা, টোল ফ্রি নম্বর চালু বিজেপি প্রার্থীর
Loksabha Poll 2024: ভোট লুঠ ও সন্ত্রাস রুখতে এবার টোল ফ্রি নম্বর চালু করলেন মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ।
![Loksabha Election 2024: ভোট লুঠ ও সন্ত্রাসের আশঙ্কা, টোল ফ্রি নম্বর চালু বিজেপি প্রার্থীর Loksabha Election 2024 Mathurapur BJP Candidate Started Toll Free Number Loksabha Election 2024: ভোট লুঠ ও সন্ত্রাসের আশঙ্কা, টোল ফ্রি নম্বর চালু বিজেপি প্রার্থীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/1fbca7eeada2c9b966b4f89cb5d9d6cc171712746721151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভোট (Loksabha Election 2024) লুঠের আশঙ্কায় এবার অভিনব পন্থা। টোল ফ্রি নম্বর চালু করলেন মথুরাপুরের বিজেপি প্রার্থী। একইসঙ্গে ভোটের দিন সন্ত্রাসের আশঙ্কাও রয়েছে তাঁর। রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী।
টোল ফ্রি নম্বর চালু: রাজ্যে সপ্তম দফায় নির্বাচন ১ জুন, শনিবার। ৯ আসনে ভোট রয়েছে এদিন। যার মধ্যে রয়েছে মথুরাপুরও। মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৯৮। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০ টি। ভোট লুঠ ও সন্ত্রাসের আশঙ্কা করছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। যা রুখতে এবার টোল ফ্রি নম্বর চালু করলেন মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ। আগামীকাল ভোট মথুারপুর কেন্দ্রে। এই কেন্দ্রের বেশ কিছু এলাকায় শাসকদল ভোট লুঠ বা সন্ত্রাস করতে পারে বলে আশঙ্কা অশোকের। সেই প্রেক্ষিতে এই টোল ফ্রি নম্বর বলে জানা গিয়েছে। এদিন বহিরাগত দুষ্কৃতীরাও এলাকায় ঢুকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) পরিচালনার করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী।
লোকসভা নির্বাচনের ইতিমধ্যেই ছটি দফা হয়েছে। ভোট শুরু হয়েছিল উত্তরের জেলাগুলি দিয়ে। একের পর এক দফা পেরিয়ে আগামীকাল সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন। এর আগে প্রত্যেক দফাতেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। এদিকে ভোটের আগের রাতে পতাকা লাগানো ঘিরে ধুন্ধুমার বাধল নিমতায়। যা দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। জানা গিয়েছে, পাটনা ঠাকুরতলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা। আচমকা তাদের বেধড়ক মারধর করে তৃণমূলের কয়েকজন কর্মী। এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে। আরেক কর্মীর কানে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি বিজেপির। নিমতা থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মীরা। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব' পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)