Loksabha Election: ভোটের আগের দিন ১৪৪ ধারা, একাই জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় অগ্নিমিত্রা
Agnimitra Paul: পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্নায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, এমন অভিযোগও তুললেন তিনি।
মেদিনীপুর: আগামীকাল শুক্রবার মেদিনীপুরে (Midnapore) ভোট। তার আগের দিন জেলাশাসকের (District Magistrate) অফিসের সামনে ধর্নায় বসলেন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মেদিনীপুরের (Midnapore) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ভোটের আগের দিন এলাকায় ১৪৪ ধারা। কোথাও কোনও জমায়েত করা যাবে না। তাই একাই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেই এই প্রতিবাদ, জানিয়েছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।
আগামীকাল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোট রয়েছে। এরমধ্যেই বিজেপির তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সন্ত্রাসের। নানা জায়গায় নাকি বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ তোলা হয়েছে। বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ, এমনও অভিযোগ উঠেছে। এদিন তাই পুলিশের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে ওঠেন অগ্নিমিত্রা। একাই বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন নেত্রী। তাঁর অভিযোগ নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে। আর তাই যতক্ষণ না এ বিষয়ে তিনি ডিএম বা এসপি'র কাছ থেকে সদুত্তর পান, ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন।
এর আগেও, মঙ্গলবার মেদিনীপুরে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মিছিল মেদিনীপুর শহরের বাটার মোড়ের কাছে পৌঁছতেই তাল কাটে। সেদিন গলির ভিতর থেকে একের পর এক জল ভর্তি বোতল ছোড়া হয়। অভিযোগ, ছোড়া হয় ইটও। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হয়েছি বিজেপির তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার মাইকে প্রচার করতে শোনা যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। রোড শোয়ে থাকাকালীন অগ্নিমিত্রা পাল অনুরোধ জানিয়ে বলেন, এগুলো করো না। এগুলো করো না। বোতল ছুড়ো না। এগিয়ে চলো, এগিয়ে চলো..'। এরপরই গলির দিকে ধেয়ে যান বিজেপি কর্মীরা। যার জেরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। একটা সময়, গলির ভিতরের দিকে ধেয়ে যায় বিজেপির কর্মীরা। হাতে কন্যাশ্রী-যুবশ্রীর প্ল্যাকার্ড হাতেও বিক্ষোভ দেখাতে দেখা যায় কয়েকজনকে।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার অগ্নিমিত্রার বিপরীতে গ্ল্যামার জগতের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। শেষ হাসি কে হাসবেন তার উত্তর মিলবে আগামী ৪ জুনই।