Loksabha Election 2024 : 'কতদিন পর ট্রেনে উঠলাম' জনসংযোগে লোকাল ট্রেনে রচনা, তুললেন সেলফি, দিলেই সই
Rachana Banerjee Campaign: লোকাল ট্রেনে চড়ে জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'লোকাল ট্রেনে চড়ে জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।'
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে মন দিয়েছেন রচনা ( Rachana Banerjee )। সেলিব্রিটি থেকে মুহূর্তের মাটির মানুষ হতে দোরে দোরে ঘুরে ভোট চেয়েছেন। রাজনীতির মানুষ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতিশ্রুতি সামনে রেখেই ভোট চেয়েছেন তিনি। হুগলি থেকে এবার 'দিদি নাম্বার ওয়ান'-এর দিদির লড়াই বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ( Locket Chatterjee ) সঙ্গে। লকেট এই এলাকারই বিদায়ী সাংসদ, আর রচনা ময়দানে নতুন। তাই জনসংযোগে মন দিয়েছেন শুরু থেকে। তাঁর কথা, হাসি - সব কিছু নিয়ে মিম হয়েছে বিস্তর। তা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। মিম দেখে মজাই পান, জানিয়েছেন রচনা। এবার তিনি সওয়ার হলেন লোকাল ট্রেনে।
লোকাল ট্রেনে চড়ে জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া গামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনা হাতে টিকিট নিয়ে বলেন, 'কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে।'
ব্যান্ডেল থেকে হুগলি চুঁচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে কথা বলেন রচনা। ট্রনের ভিতরেও যাত্রীদের সঙ্গে চলে কথোপকথন। রচনা জানান, তিনি রোড শো করছেন বিভিন্ন জায়গায় । সেখানে হয়ত যাঁরা চাকরি করেন, কলকাতায় যান, তাঁরা থাকতে পারেন না। তাই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ করলেন। যাত্রীদের অনেকের আবদার মেটালেন সেলফি তুলে।
ভেন্ডার কামরায় সব্জি নিয়ে যাওয়া চাষীদের সঙ্গেও কথা বলেন। চন্দননগর স্টেশনে নেমে চা খেলেন। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান। ব্যান্ডেলের বাসিন্দা কুসুম ঘরামি নামে এক মহিলা 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে গিয়েছিলেন। 'দিদি নম্বর ওয়ান'-এর দিদি প্রচারে আসছেন শুনে তিনিও চলে আসেন। রচনার সঙ্গে ট্রেনে ঘোরেন। নাচ করে দেখান। সবমিলিয়ে জমজমাট রচনার শনিবাসরীয় প্রচার।
এর আগে হগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন। রচনা সে প্রসঙ্গে বলেন, 'ও ওর মত করছে আমি আমার মত। আমি তো গঙ্গা আরতি করেছি ,লকেট গঙ্গায় নৌকা নিয়ে প্রচার করেছে। ' ট্রেনের যাত্রীরা কোনও সমস্যার কথা জানান কিনা সে প্রশ্নে রচনা বলেন, 'এখনও কেউ কিছু জানায়নি।পরে যদি জানায় নিশ্চই শুনব'
আরও পড়ুন :