Loksabha Election 2024: প্রার্থী তালিকা ঘোষণার পরই ময়দানে, তমলুকে প্রচার শুরু দেবাংশুর
Debangshu Bhattacharya: এবার লোকসভা ভোটে তমলুকে তৃণমূলের বাজি তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য।
বিটন চক্রবর্তী, তমলুক: নাম ঘোষণার পরই নন্দীগ্রামে গিয়ে ভোটের প্রচার শুরু করে দিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। পুজো দিলেন। গেলেন মসজিদেও। তমলুকে জিতবে তৃণমূলই। আত্মবিশ্বাসী দেবাংশু।
ভোটের প্রচার শুরু: এবার লোকসভা ভোটে (Loksabaha Election 2024) তমলুকে তৃণমূলের বাজি তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। রবিবার ব্রিগেডের সভায় প্রার্থী তালিকা ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন তিনি। মন্দির, মসজিদের দুয়ারে মাথা ঠুকে শুরু করলেন প্রচার। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। এলাকায় ঘুরে জনসংযোগ সারেন। এদিন সামশাবাদ মাজারেও যান দেবাংশু।
তমলুক কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সহ অন্যান্য দলগুলি। তবে শোনা যাচ্ছে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কেই সেখানে প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। দেবাংশুর কথায়, “নন্দীগ্রাম লড়াইয়ের মাটি। সেখান থেকে প্রচার শুরু করলাম। তমলুকে তৃণমূল জিতবে। আমি তো ছুটে বেড়াতে পারব। উল্টোদিকে যারা প্রার্থী হবে শুনছি, কোর্ট থেকে বেরোতেই সময় লেগে গেল ৫দিন।’’
কী বার্তা তমলুকের তৃণমূল প্রার্থীর?
গত ১০ মার্চ প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল (TMC Candidate List)। যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। ৪২ জনের মধ্যের ২৬ জনের এই নতুন মুখের তালিকায় রয়েছেন। যার মধ্যে অন্যতম দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ভোটের লড়াইয়ের ময়দানে যিনি এই প্রথমবার নামলেন। রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হতেই শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়েছিলে। কী বলেছিলেন দেবাংশু ভট্টাচার্য? প্রথমবার ভোটের লড়াইয়ে নেমে তিনি বলেন, " তমলুকে আদর্শ ভোট হোক। এটাই চাইব। সব রাজনৈতিক দল যাঁরা তমলুকে লড়াই করবে তাঁদের উদ্দেশে বলব, একটা শান্তিপূর্ণ, সুষ্ঠ ভোট হোক। আমরা কাজের উপর ভোট চাই মানুষের কাছে। একজন সাংসদ হিসেবে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য কী কাজ করতে পারব মানুষের জন্য সেটা আমার বার্তা থাকবে মানুষের প্রতি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: CAA: দেশজুড়ে চালু CAA, আবেদন করার জন্য মোবাইল অ্যাপ চালুর ভাবনা