TMC On Amit Shah: 'বালুরঘাট শাহি পরিযায়ী পাখির একটি ঝলক দেখল আজ' কটাক্ষ তৃণমূলের
Loksabha Election 2024: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর সমর্থনে বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ।
কলকাতা: NIA-BJP আঁতাঁতের অভিযোগ ঘিরে সরগরম বাংলা। সেই আবহেই এদিন রাজ্যে ভোটের প্রচারে (Loksabha Election 2024) আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির রাজ্য সভাপতির গড় থেকেই শুরু হল তাঁর প্রথম প্রচার। আর যা নিয়ে কটাক্ষ করল তৃণমূল। পরিযায়ী পাখির সঙ্গে তুলনা রাজ্যের শাসক দলের।
কটাক্ষ করল তৃণমূল: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর সমর্থনে বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ। আর সেই সভা নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন সোশাল মিডিয়ায় তারা লেখে, "বালুরঘাট শাহি পরিযায়ী পাখির একটি ঝলক দেখল আজ। যে বাংলার হৃদয়কেও জানেন না, ভাষাও জানেন না।'' একইসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া 'বাংলায় বিজেপির সংগঠন নেই, পাশে মানুষ নেই। তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে নয়, অমিত শাহর এজেন্সির সঙ্গে।'
Seems like the 'Shah'i migratory bird had a turbulent time in "Belurghat" today! pic.twitter.com/NcYX0tYWWO
— All India Trinamool Congress (@AITCofficial) April 10, 2024
রাজ্যে এসে কী বললেন অমিত শাহ?
২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বুধবার প্রথমবার রাজ্যে প্রচারে এলেন অমিত শাহ। আর এদিনই বঙ্গ বিজেপিকে নতুন করে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, “আমি এখানে মোদি গ্যারান্টি দিতে এসেছি। বিজেপিকে ৩০ সিট দিয়ে দিন। বাংলায় বিজেপি সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না।’’
অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এবার দুয়ারে লোকসভা নির্বাচন। আর ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে তিরিশটিতে জয়। ঠিক এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলকে বিয়াল্লিশটি সিটের মধ্যে ৩৫টিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, আমাদের ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন। ২০২৪-এর ভোটে বাকিটা দিয়ে দিন। বাংলায় ৩৫-এর থেকে বেশি আশন দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী বানান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা