Loksabha Election Result 2024:'দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি,' সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী
Jagannath Sarkar: 'দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি' মত জগন্নাথ সরকারের
কলকাতা: দিলীপ, সৌমিত্রর পর এবার জগন্নাথ সরকার। বঙ্গে দলের বিপর্যয় (Loksabha Election Result 2024) নিয়ে এবার সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী। এবার বেসুরো রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী। নির্বাচনে দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি বলে মত তাঁর।
সরব রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী: এদিন জগন্নাথ সরকার বলেন, "আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমরা এখনও শক্তিশালী হতে পারিনি। দুর্বলতা তো আছেই, সেটা অস্বীকার করে লাভ নেই। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্য়তে মজবুত করতে সহযোগিতা করবে। একটা প্রার্থীকে হঠাৎ করে যাঁর জায়গা রয়েছে, তাঁকে বদল করাটা এটা আমার মনে হয় ভাল ফল আসেনি। আমরা উভয় ক্ষেত্রে তাই-ই দেখতে পাচ্ছি। দিলীপদা তাঁর নিজস্ব জায়গা ছিল। আর সেই জায়গা থেকে সরিয়ে একটা আনকোড়া জায়গায় প্রার্থী হয়ে তিনি পা রাখলেন প্রচারের জন্য নামলেন। এই জায়গাটায় একটা ঘাটতি, যতই তিনি রাজ্য সভাপতি থাকুন, রাজ্য সভাপতি হিসেবে কটা জায়গায় যাওয়া যায়। আর তিনি যদি একজন সাংসদ তাঁর এলাকায় বহুবার ঘুরেছেন। বৈঠক করেছেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। এখটা ভাল চেনা। আনকোড়া লোককে দাঁড় করিয়ে দিলেন, যিনি ছিলেন সরিয়ে দিলে, সবাই ভোট দিয়ে দেবে, এটা ঠিক বলে আমার মনে হয় না।''
লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করে বিজেপি। লক্ষাধিক ভোটে হেরে গিয়েছেন তিনি। আর ভোটে হারের পর এবং সামগ্রিকভাবে বাংলায় বিজেপির ভরাডুবিতে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছেনন দিলীপ ঘোষ। গতকাল তিনি বলেন, "চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর আটকে গেছে। গত ৩-৪ বছরে এগোতে পারিনি, বাড়েনি প্রাপ্ত ভোটও। কেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা ভাবার দরকার আছে। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁক ছিল না। হারা আসনে লড়াই করেছি।''অন্যদিকে, বিষ্ণুপুরে নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করেছেন সৌমিত্র খাঁ। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সৌমিত্র বলেন, "দলীয় সংগঠন নয়, RSS-এর জন্য বিষ্ণুপুর দ্বিতীয়বার জিতেছি। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হয়েছে। দিলীপ ঘোষের কেন্দ্র বদলও উচিত হয়নি। এবার দলে গুরুত্ব না পেলে অন্য কথা ভাবব।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'দ্য গেম চেঞ্জার দাদা' শহরজুড়ে অভিষেকের ছবি দিয়ে পোস্টার