(Source: ECI/ABP News/ABP Majha)
Abhishek Banerjee: 'দ্য গেম চেঞ্জার দাদা' শহরজুড়ে অভিষেকের ছবি দিয়ে পোস্টার
TMC: দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার।
কলকাতা: লোকসভা ভোটে সবুজ ঝড়, কলকাতায় অভিষেকের (Abhishek Banerjee) ছবি দিয়ে কাটআউট। শহর জুড়ে 'দ্য গেম চেঞ্জার দাদা' নামে কাটআউট। ওয়েবকুপার নামে বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট। কালীঘাট রোড, হাজরা মোড়, ভবানীপুর, ক্যামাক স্ট্রিটে কাটআউট। শ্যামবাজার, কলেজ স্ট্রিটেও ওয়েবকুপার কাটআউট।
অভিষেকের ছবি দিয়ে পোস্টার: ৪৮ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। যাতে স্পষ্ট হয়েছে রাজ্যের মানুষ ভরসা রেখেছেন মমতা-অভিষেকের উপরই। আর সেই ফল প্রকাশের দুদিন পর শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া পোস্টার। পাশে বড় বড় করে লেখা, 'দ্য গেম চেঞ্জার দাদা।' পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীকও রয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল? পোস্টারের নিচে নাম রয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের তরফে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার।
এবিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন। দলের কর্মীরা সকলেই খুব উচ্ছ্বসিত। তারই কোনও বহিঃপ্রকাশ।''
২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূলের তারকা প্রচারক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করে চষে ফেলেছিলেন গোটা রাজ্য়। এবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। সেই সঙ্গে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। বিজেপি যখন একশো দিনের কাজ কিংবা আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, তখন মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কখনও দিল্লি পৌঁছে গেছেন, কখনও রাজভবনের সামনে ধর্নায় বসেছেন। লোকসভা ভোটের প্রচারে এরাজ্য়ে এসে, বারবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।
বিজেপির এই আক্রমণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই, দলের সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ করে গেছেন অভিষেক। সূত্রের দাবি, লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা থেকে প্রচারের ব্লু প্রিন্ট তৈরি, সবেতেই গুরুত্বূপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের। নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি, দলের অন্য়ান্য় প্রার্থীর প্রচারে ছুটে বেরিয়েছেন রাজ্য়জুড়ে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ভোটের আগে জেলায় জেলায় গিয়ে, সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফল ঘোষণার দু'দিন আগেও, ভার্চুয়াল বৈঠকে দলীয় প্রার্থী ও তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসবের ফলই লোকসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্য়ায় দেখা গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBJEE Result: খুঁটিয়ে পড়তে পাঠ্য বই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা