Mamata Banerjee Hazra Rally LIVE: ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে, চ্যালেঞ্জ মমতার
সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
LIVE
Background
কলকাতা: নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী। সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Mamata Banerjee Hazra Rally LIVE: হাজরায় অনেকবার অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে, বললেন মমতা
আমাকে আহত করার ঘটনা ঘটেছে। হাজরা আমার কাছে ঐতিহাসিক জায়গা, এখানে অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে। এই বলে বক্তব্য শেষ করলেন মমতা।
Mamata Banerjee Hazra Rally LIVE: নিহত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর, বললেন মমতা
নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। বললেন মমতা।
Mamata Banerjee Hazra Rally LIVE: ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে, চ্যালেঞ্জ মমতার
ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে। চ্যালেঞ্জ মমতার।
Mamata Banerjee Hazra Rally LIVE: শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি, বললেন মমতা
শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি। গণতন্ত্রের যন্ত্রণা বড়।
আমাকে বেরোতেই হবে, জানালেন মমতা
অনেক বাধার মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি। কিন্তু কখনও মাথা নত করিনি। আমাকে ডাক্তাররা ১৫ দিন রেস্ট নিতে বলেছেন। আমাকে বেরোতেই হবে।