Mamata Purulia Rally LIVE ‘কে প্রার্থী ভুলে যান, সংসার আমি তৈরি করি’, পুরুলিয়ায় মমতা
CM Mamata Banerjee Purulia Rally LIVE Updates ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট, তার আগে জমজমাট প্রচার
LIVE
Background
২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূলনেত্রী।
জঙ্গলমহলের বাকি জেলাগুলির মতো বাঁকুড়াতেও লোকসভা ভোটে চমকপ্রদ ফল করেছিল বিজেপি। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সামনে আসন ছিনিয়ে নেওয়ার লড়াই।
গতকাল, বাঁকুড়ায় ভোট প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করেন তিনি।
দুই মেদিনীপুরে নির্বাচনী কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেশপুর, চন্দ্রকোণার জনসভার পাশাপাশি আজ কাঁথির অধিকারী-গড়ে রোড শো করবেন অভিষেক।
CM Mamata Purulia Speech LIVE ‘এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন’, পুরুলিয়ায় মমতা
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘মনে রাখবেন, আমি এখানে প্রার্থী। এরা না জিতলে আমি সরকার গঠন করতে পারব না। আমার ভরসা আপনারা। এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন। তাই বলি খেলা হবে, এবং খেলাতে এমন করে মারবেন বল যেন বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে পারেন। আমাকে চমকে ধমকে লাভ হবে না। আমি বিনা যুদ্ধে একইঞ্চি জমিও দেব না।’
CM Mamata Purulia Speech LIVE ‘হোম ট্যুরিজম হবে, ট্যুরিস্ট এসে আপনার বাড়িতে থাকবে’, পুরুলিয়ায় মমতা
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘ট্যুরিস্ট আসবে, সে আপনার বাড়িতে থাকবে। হোম ট্যুরিজম। দার্জিলং, পুরুলিয়ায় করেছি। এখানেও ঢেলে সাজাবো। আমরা ১০ লক্ষ টাকা করে লোন দেব। প্রথম বারের ৫০ হাজার টাকা সুদও দিয়ে দেব। তফশিলি আদিবাসীদের ৬০ বছর হলেও ১ হাজার টাকা পেনশন। প্রত্যেক বিধবাকে ১ হাজার টাকা করে দেওয়া হবে।’
Mamata Banerjee Purulia Rally LIVE ‘বিনে পয়সায় রেশন সারা পৃথিবীতে কোথাও নেই’, পুরুলিয়ায় মমতা
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘যদি, আমাকে বিশ্বাস করেন, আমি কন্যাশ্রী, রূপশ্রী করে দিয়েছি, স্মার্টফোন দিচ্ছি। তা সত্বেও বলছি, এইবার আমাদের সরকার জিতলে আরও করবে। বিনে পয়সায় রেশন সারা পৃথিবীতে কোথাও নেই। আমাদের সরকার জিতলে দরজায় দরজায় রেশন পৌঁছে দেব, বিনে পয়সায়।’
CM Mamata Purulia Speech LIVE ‘বাইরে থেকে সবাইকে ফিরে আসতে বলুন, চাকরির অভাব হবে না’, পুরুলিয়ায় মমতা
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘ছাত্রযৌবন চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে। বাইরে থেকে সবাইকে ফিরে আসতে বলুন। চাকরির অভাব হবে না। এখানে সোলা শিল্প হচ্ছে, জরি শিল্প হচ্ছে. এখানে তাতঁশিল্প হচ্ছে। নাম না লেখালে বিজেপি এনপিআর করে বের করে দেবে।’
Mamata Banerjee Purulia Rally LIVE ‘যদি চান আমি সরকার গঠন করি, তাহলে ভোট দেবেন’, পুরুলিয়ায় মমতা
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘রেল বাঁচাতে হলে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া দরকার। স্বপন মেটার নয়, যদি চান আমি সরকার গঠন করি, তাহলে ভোট দেবেন। আমি জানি এখানে কিছু প্রবলেম ছিল। আপনাদের টিলা দখল করে কিছু হবে না। আদিবাসীদের কথা দিচ্ছি। ’