Mamata Banerjee Rally LIVE: বিজেপির কথা মতো কাজ করছে কমিশন, অভিযোগ মমতার
আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।

Background
কলকাতা: আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।
আজ উত্তরবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোচবিহারের সিতাইয়ে জনসভা। দ্বিতীয় সভাটি রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। এরপর কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Rally: ‘বিজেপির মুখপাত্র হয়ে উঠেছে কমিশন’
মমতা বলেছেন, ‘নির্বাচন কমিশন যেন বিজেপির মুখপাত্র হয়ে গেছে। বহিরাগত গুণ্ডারা আসতে পারছে কীভাবে? আগে নিয়ম ছিল, বুথ এজেন্ট স্থানীয় বুথের হতে হবে। কিন্তু বিজেপি দাবি করার পর সেই নিয়ম পাল্টে দেওয়া হয়। এখন অন্য বুথের লোকও আর এক বুথে বুথ এজেন্ট হতে পারবেন। এভাবে বিজেপির কথায় কাজ করছে কমিশন’।
Mamata Banerjee Rally LIVE:'মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে'
মমতা বলেছেন, বিজেপি যা বলবে শুনতে হবে? নিরপেক্ষ ভূমিকা পালন করুন নির্বাচন কমিশন।মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে।





















