Mamata Banerjee Rally LIVE: ‘পিএম কেয়ার্সের নামে টাকা তুললেও কেউ টাকা পায়নি’, বিজেপিকে নিশানা মমতার
ভোটের মুখে গতকাল চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেইসঙ্গে নজিরবিহীন পুরস্কারের ঘোষণা।একের পর এক নির্বাচনী প্রচারসভা থেকে কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।কিন্তু, বুধবার বাঁকুড়ার ওন্দার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তা পুরনো সব চাঞ্চল্যকর অভিযোগকে পেছনে ফেলে দিয়েছে।

Background
কলকাতা: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচনের প্রচার পর্ব শেষ হচ্ছে। আজ চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে এই সভা। দ্বিতীয় জনসভা সাগর বিধানসভার গঙ্গাসাগর মেলার মাঠে।
মুখ্যমন্ত্রীর তৃতীয় প্রচার সভা পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে। তালদা রতনচক অঞ্চলে এই সভা। তৃণমূল নেত্রীর চতুর্থ জনসভা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। বিড়লা মাঠে এই সভা।
ভোটের মুখে গতকাল চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেইসঙ্গে নজিরবিহীন পুরস্কারের ঘোষণা।একের পর এক নির্বাচনী প্রচারসভা থেকে কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।কিন্তু, বুধবার বাঁকুড়ার ওন্দার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তা পুরনো সব চাঞ্চল্যকর অভিযোগকে পেছনে ফেলে দিয়েছে। তাঁর অভিযোগ, ভারত সরকারের স্টিকার লাগিয়ে টাকা বিলি করা হচ্ছে।ভোটের মুখে চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতেনাতে ধরতে পারলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মমতার। তিনি বলেছেন, ‘ভোটের আগে রাজ্য পুলিশ কমিশনের অধীনে থাকলে কেন্দ্রীয় পুলিশ কেন থাকবে না। এদের দিয়ে এলাকায় এলাকায় টাকা বিলি করাচ্ছে। কেন নাকা চেকিং হচ্ছে না? ‘
'বহিরাগত গুণ্ডাদের সঙ্গে কোনও সমঝোতা নয়'
মেদিনীপুরের সভায় মমতা বললেন,বাংলার মতো সুলভে বিদ্যুৎ কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন তিনি।
মমতা বলেছেন, বহিরাগত গুণ্ডাদের সঙ্গে কোনও সমঝোতা নয়।
ইভিএম মেশিন সম্পর্কে সতর্ক থাকতে বললেন তৃণমূল নেত্রী।
Mamata Banerjee Rally LIVE: মেদিনীপুর শহরে সভা মমতা
মেদিনীপুর শহরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।





















