Mizoram Elections 2023: EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না মিজোরামের মুখ্যমন্ত্রী
Mizoram Assembly Elections 2023: শেষ অবধি পাওয়া খবরে, মিজোরামে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১১ শতাংশ। ভোট দিতে পারলেন না মিজোরামের মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: আজ সকাল থেকেই মিজোরামে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এদিকে ইভিএম মেশিন খারাপ থাকার জন্য, ভোট দিতে পারলেন না বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী (Mizoram CM Zoramthanga) ।
"Machine not working": Mizoram CM Zoramthanga fails to cast vote as EVM malfunctions
— ANI Digital (@ani_digital) November 7, 2023
Read @ANI Story | https://t.co/CEvtU3876k#Mizoram #Zoramthanga #MizoramElections2023 #MizoramAssemblyElections #MNF pic.twitter.com/KcUBoxvxov
এদিন সংবাদ সংস্থা এএনআই-কে মিজোরামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,'আমি বিশ্বাস করি যে, আমরা কোনও জোট ছাড়াই নিজেদের মতো করে সরকার গঠন করতে সক্ষম হব। এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না, যেখানে আমাদের অন্য দলের প্রয়োজন হবে। 'শেষ অবধি পাওয়া খবরে, মিজোরামে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১১ শতাংশ।
#WATCH | Mizoram Elections | CM Zoramthanga says, "I certainly believe that we shall be able to form the government on our own without any coalition. Situation will not arise in which we will need other parties. MNF will be able to form the government." pic.twitter.com/MC7MWtHXKG
— ANI (@ANI) November 7, 2023
প্রথম পর্যায়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বিজাপুর, দান্তেওয়াড়া, আন্তাগড়, কাঙ্কের-সহ ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছত্তীসগঢ়ে প্রথম দফার নির্বাচনে ২৫ জন মহিলা-সহ ২২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার। ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস। ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্য়ান্য় দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।
আরও পড়ুন, ভোটগ্রহণ চলাকালীন ছত্তীসগঢ়ে আইইডি বিস্ফোরণ, আহত ১ CRPF জওয়ান
মিজোরামেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫। মিজোরাম একমাত্র রাজ্য যেখানে বিধানসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বা বিজেপি নয়। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও মিজোরামের ৪০টি আসনের মধ্য়ে ১৭ থেকে ২১টি আসনে MNF জিততে পারে। ZPM বা জোরাম পিপলস্ মুভমেন্ট পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন। ২টি আসনে জিততে পারে অন্য়ান্য় দল।