এক্সপ্লোর
Advertisement
দেখতে মোদির মতো, লখনউয়ের পর বারাণসী থেকেও ভোটে লড়তে চান এই ব্যক্তি
উত্তরপ্রদেশের সহারানপুরের বাসিন্দা অভিনন্দন মোদির মতোই পোশাক পরেন। তিনি মোদির মতো করেই কথা বলেন।
লখনউ: এবারের লোকসভা নির্বাচনে নয়া মাত্রা যোগ করলেন অভিনন্দন পাঠক নামে এক ব্যক্তি। তাঁকে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। লখনউ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন তিনি। এবার বারাণসীতে মোদির বিরুদ্ধেও লড়াই করতে চান অভিনন্দন। তিনি জানিয়েছেন, ‘২৬ তারিখ আমি বারাণসীতে মনোনয়ন জমা দেব। আমি সাজানো প্রার্থী না। আমি ‘জুমলা’-র বিরোধী। জেতার পর আমি রাহুলজির (গাঁধী) প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন করব।’
অভিনন্দন অবশ্য ‘একটি ভোট, একটি নোট’ স্লোগান দেওয়ায় নির্বাচনের কমিশনের রোষে। তাঁকে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নোটিস দেওয়া হয়েছে। লখনউয়ের জেলাশাসক কৌশলরাজ শর্মা জানিয়েছেন, ‘ভোটারদের প্রলোভন দেখানোর অভিযোগে পাঠককে নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে।’
উত্তরপ্রদেশের সহারানপুরের বাসিন্দা অভিনন্দন মোদির মতোই পোশাক পরেন। তিনি মোদির মতো করেই কথা বলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং গত বছর ছত্তিসগঢ়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন অভিনন্দন। এবার তিনি সরাসরি নির্বাচনে প্রার্থী হলেন।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement