এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী দোষী, সংসদে আমার একটি প্রশ্নেরও জবাব দিতে পারেননি, দাবি রাহুলের, কংগ্রেসে যোগ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের
দেহরাদুন: উত্তরাখণ্ডে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পুলওয়ামায় জঙ্গি হামলার দিন করবেট ন্যাশনাল পার্কে একটি তথ্যচিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত থাকার অভিযোগ, রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তিনি ফের আশ্বাস দিয়েছেন, লোকসভা নির্বাচনে জিতলে গরিব মানুষের জন্য রোজগার নিশ্চয়তা প্রকল্প চালু করবে কংগ্রেস। এই জনসভাতেই কংগ্রেসে যোগ দিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খাণ্ডুরির ছেলে মণীশ খাণ্ডুরি।
মোদিকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরেই কংগ্রেস জানিয়ে দেয়, সরকার ও দেশের সঙ্গে আছে। আমি সব অনুষ্ঠান বাতিল করে দিই। পুলওয়ামায় যখন আমাদের জওয়ানদের মারা হয়, তখন নরেন্দ্র মোদি কী করছিলেন সবাই জানে। তিনি একটি তথ্যচিত্রের শ্যুটিংয়ের জন্য ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। যেদিন পুলওয়ামার মতো ঘটনা ঘটে, সেদিন সাড়ে তিন ঘণ্টা শ্যুটিং করেন মোদি। তারপরেও তিনি দেশপ্রেমের কথা বলেন।’
রাফাল নিয়ে ফের মোদিকে নিশানা করে রাহুল বলেছেন, ‘আপনারা সবাই অনিল অম্বানির নাম শুনেছেন। তিনি কি বিমান তৈরি করতে পারেন? শিশুরা যেমন কাগজের বিমান তৈরি করে, সেটাও তিনি পারেন না। কিন্তু তা সত্ত্বেও তাঁকে ফ্রান্সে নিয়ে গিয়ে ৩০ হাজার কোটি টাকার চুক্তি পাইয়ে দেন মোদি। তিনি সংসদে দেড় ঘণ্টা ধরে ভাষণ দেন। কিন্তু আমার একটি প্রশ্নেরও জবাব দিতে পারেননি। তিনি শুধু উপরে-নীচে, এদিক-ওদিক তাকাচ্ছিলেন। কারণ তিনি দোষী।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement