Nagaland Results 2023: নজির নাগাল্যান্ডের! রাজ্যের মর্যাদা পাওয়ার ৬০ বছরের মাথায় নির্বাচিত প্রথম ২ মহিলা বিধায়ক
MLA Hekhani Jakhalu: রেকর্ড গড়ল নাগাল্যান্ড। বিধানসভা নির্বাচনে এই প্রথম দুই মহিলা বিধায়ককে জিতিয়ে আনলেন নাগাল্যান্ডের বাসিন্দারা যা কিনা রাজ্যের মর্যাদা পাওয়ার পর প্রথম।
ডিমাপুর: রেকর্ড গড়ল নাগাল্যান্ড (nagaland)। বিধানসভা নির্বাচনে (assembly election 2023) এই প্রথম দুই মহিলা বিধায়ককে (Women MLA) জিতিয়ে আনলেন নাগাল্যান্ডের বাসিন্দারা যা কিনা রাজ্যের মর্যাদা পাওয়ার পর প্রথম। এর মধ্যে এক জন হেকানি জাখালু, দ্বিতীয় জন সালহউতুওনুও ক্রুজে (Salhoutuonuo Kruse)। দুজনেই এনডিপিপি-র টিকিটে জিতেছেন।
আর যা...
সালহউতুওনুও জিতেছেন ওয়ের্স্টান অঙ্গামি নির্বাচনী কেন্দ্র থেকে। স্থানীয় এক হোটেলের মালিক ওই যুবতী কেনেইঝাখো নাখরো নামে এক নির্দলের বিরুদ্ধে লড়েন। তাঁর হয়ে প্রচার করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই মঞ্চে ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। অন্য দিকে, হেকানি লড়েছিলেন ডিমাপুর-থ্রি নির্বাচনী কেন্দ্র থেকে। ৪৮ বছরের এই আইনজীবী-আন্দোলনকারী লোক জনশক্তি পার্টির আজহেতো ঝিমোনিকে হারিয়ে জিতেছেন এই বিধানসভা নির্বাচনে। চলতি বছর নাগাল্যান্ড বিধানসভা ভোটে যে ১৮৩ জন প্রার্থী লড়েছিলেন, তাঁদের মধ্যে মোটে চার জন ছিলেন মহিলা। সেই চার জনের মধ্য়েই দুজনকে জেতালেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ।
সার্বিক পরিস্থিতি...
এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিপিপি ও বিজেপির জোট। ২০১৮ সালের বিধানসভা নির্বাচন থেকেই এনডিপিপিপ-র সঙ্গে জোট করেছে বিজেপি। নাগাল্য়ান্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-র সেই জোটের নেতৃত্বে। গত নির্বাচনে ওই জোট ৩০টি আসন পেয়েছিল। প্রসঙ্গত, বুথফেরত সমীক্ষায় অবশ্য একপ্রকার বলাই ছিল যে নাগাল্যান্ডে জয়ের হাসি হাসতে পারে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেওন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (NDPP) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করেন। ওই রাজ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এবারে ভোটের প্রচারে এসেছিলেন মোদি , শাহ ও নাড্ডারা। বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছিল কমিশন। তবে ৬০ বছরের ইতিহাসে এই রাজ্যে কোনও মহিলা বিধায়ক আসেন কিনা, সেটির দিকে নজর ছিল অনেকেরই। রেকর্ড গড়ল নাগাল্যান্ড।
আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', সাগরদিঘির ফলাফল দেখে হুঙ্কার অধীরের