Narendra Modi At Bengal : 'বাংলার প্রত্যেক মা-বোন আমার পরিবার', বিশ্ব নারী দিবসের আগে বাংলার মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা
Modi Rally At Barasat : বিশ্ব নারী দিবসের প্রাক্কালে লক্ষ লক্ষ মহিলা শ্রোতার সামনে মোদি বললেন, ''বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার '
বারাসাত : 'দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার । আমার ভারত, আমার পরিবার', মোদির পরিবার নিয়ে বিরোধীদের খোঁচার জবাবে প্রধানমন্ত্রীর ( PM Modi ) জবাব ছিল এটাই। আর সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং হয়েছে #ModiKaParivar । বুধবার পশ্চিমবঙ্গে ( West Bengal ) উত্তর ২৪ পরগণার বারাসাতের সভাতেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল 'মোদি কা পরিবারে'র কথা। বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, ''কেন্দ্রে এনডিএ-র ফেরত আসার ইঙ্গিত মেলায়, 'ইন্ডি'র সব নেতারা পাগল হয়ে গেছে। ঘুম উড়ে গেছে। ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এখন সর্বশক্তি দিয়ে মোদিকে গালি দেওয়া শুরু করেছেন। 'ইন্ডি'র দুর্নীতিবাজ লোকেরা এখন আমার পরিবার নিয়ে কথা বলছে। বলছে, মোদির নিজের পরিবারই নেই। তাই পরিবারবাদ নিয়ে কথা বলেন। তারা জানতে চায়, কোথায় আমার পরিবার? ' প্রধানমন্ত্রী বলেন, 'তারা জানে না বাংলার মা-বোনেরাই আমার পরিবার। '
বারাসাতের সভায় এভাবেই 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করলেন মোদি। ছত্রে ছত্রে বুঝিয়ে দিলেন সারা দেশের প্রতিটি মানুষকে তিনি নিজের পরিবার মনে করেন। আর সেই সঙ্গে দাবি করলেন, বাংলার মা-বোনেরাও তাঁকেই পরিবার বলে মনে করেন।
বিরোধীদের কটাক্ষ করে মোদি এদিন বললেন, বিরোধীরা জানতে চায়, মোদির পরিবার কোথায়? পরিবারবাদীরা এখানে এসে দেখে যাক, এটাই আমার পরিবার। বিশ্ব নারী দিবসের প্রাক্কালে লক্ষ লক্ষ মহিলা শ্রোতার সামনে মোদি বললেন, ''বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার ।মোদির কষ্ট হলে, এই মা-বোন-মেয়েরা কবচের মতো রক্ষা করে। আমার জন্য বাংলার মা-বোন বলেন, 'আমিই মোদির পরিবার''
প্রধানমন্ত্রী বলেন, 'মোদির শরীরের প্রতিটা অংশ, জীবনের প্রতিটা মুহূর্ত এই পরিবারের জন্য মার্তৃ শক্তির জন্য সমর্পিত। যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা বোন বেটি কবচ হিসেবে মোদির রক্ষা করেন। '
বিশ্ব নারী দিবসের আগে সন্দেশখালির মহিলাদের কাছে মা দুর্গা বলে হাত জোড় করলেন মোদি। লোকসভা ভোটে বাজিমাত করতে তৃণমূল যখন উন্নয়নকে হাতিয়ার করে রাজ্য সরকারের প্রকল্প প্রচারে মরিয়া, তখন সেই তৃণমূলকেই বাংলার উন্নয়নের গ্রহণ বলে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি! সেই সঙ্গে সন্দেশখালি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ' এই মাটিতেই তৃণমূলের আমলে নারীশক্তির উপরে অত্যাচারের মতো পাপ হয়েছে। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। '
আরও পড়ুন :
কলকাতা উত্তরে BJP প্রার্থী তাপস রায়?লোকসভা ভোটে সুদীপ-তাপসের দ্বৈরথ দেখতে চলেছে বাংলা?