Narendra Modi Live: বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো, ভাঙল ব্যারিকেড
Narendra Modi Kolkata Roadshow: স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি। পরে রাজভবনে যান প্রধানমন্ত্রী।

Background
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তিলোত্তমায় প্রথম রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর কলকাতায় পৌঁছেই বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান নরেন্দ্র মোদি। এই প্রথম মায়ের বাড়িতে এলেন দেশের কোনও প্রধানমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে ফুল, প্রসাদী মালা সহ বিভিন্ন জিনিস দেওয়া মায়ের বাড়ির তরফে। মায়ের বাড়িতে প্রার্থনা সেরে শ্যামবাজারে আসেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে মাল্যদান করেন তিনি। এরপরে শুরু হয় প্রধামন্ত্রীর মেগা রোড-শো। বিজেপি প্রার্থী তাপস রায় ছাড়াও প্রধামন্ত্রীর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। সঙ্গে ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও। বিবেকানন্দের বাড়ির সামনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো। বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি। পরে রাজভবনে যান প্রধানমন্ত্রী।
Narendra Modi News Live: ৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির
৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির।
Narendra Modi Live Updates: শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার
শেষ দফার ভোটের আগে কলকাতায় মোদির রোড শো। বাগবাজারে মায়ের বাড়িতে পুজো, শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার।





















