Narendra Modi Live: বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো, ভাঙল ব্যারিকেড
Narendra Modi Kolkata Roadshow: স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি। পরে রাজভবনে যান প্রধানমন্ত্রী।
LIVE

Background
Narendra Modi News Live: ৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির
৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির।
Narendra Modi Live Updates: শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার
শেষ দফার ভোটের আগে কলকাতায় মোদির রোড শো। বাগবাজারে মায়ের বাড়িতে পুজো, শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার।
Narendra Modi News Live: OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী
OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
Narendra Modi Live Updates: বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো, ভাঙল ব্যারিকেড
বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো। ভাঙল ব্যারিকেড।
Narendra Modi News Live: যে কোনও প্রাকৃতিক দুর্যোগই মানবিক দিক থেকে দেখা উচিত, আমার ওঁরা করা ঠিক নয়: নরেন্দ্র মোদি
যে কোনও প্রাকৃতিক দুর্যোগই মানবিক দিক থেকে দেখা উচিত, আমার ওঁরা করা ঠিক নয়: নরেন্দ্র মোদি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
