Nitin Gadkari Faints: বক্তৃতার মাঝেই আচমকা জড়িয়ে গেল কথা, মঞ্চে সংজ্ঞা হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন
Nitin Gadkari Health: বুধবার মহারাষ্ট্রের যবতমালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন নিতিন।
পুণে: নির্বাচনী প্রচারে গিয়ে সংজ্ঞা হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। দলের হয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন নিতিন। সেই সময় আচমকাই সংজ্ঞা হারান তিনি। মঞ্চের উপর পড়েও যান। সঙ্গে সঙ্গে কয়েক জন ধরে ফেলেন তাঁকে। ঘটনাস্থলেই চিকিৎসা শুরু হয়। চোখেমুখে জল ছিটনো হয়। তার পর মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিতিনকে। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। (Nitin Gadkari Faints)
বুধবার মহারাষ্ট্রের যবতমালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন নিতিন। সেখানে জনসভায় বক্তৃতা করার সময় আচমকাই সংজ্ঞা হারান। মঞ্চের উপর মুখ থুবড়েই প্রায় পড়ে যাচ্ছিলেন নিতিন, সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ধরে ফেলেন। প্রাথমিক ভাবে জল ছিটনো হয় তাঁর চোখেমুখে। চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া হয় নিতিনকে। বর্ষীয়ান বিজেপি নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। (Nitin Gadkari Health)
পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন নিতিন। তিনি লেখেন, 'মহারাষ্ট্রে জনসভা চলাকালীন প্রচণ্ড গরমের কারণে অসহজ বোধ করছিলাম আমি। তবে এখন পুরোপুরি সুস্থ আমি। পরবর্তী সভায় অংশ নিতে রওনা দিচ্ছি। আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ'। এবারের লোকসভা নির্বাচনে নাগপুর থেকে নিতিনকে প্রার্থী করেছে বিজেপি। প্রথম দফাতেই ভোটগ্রহণ হয়ে গিয়েছে সেখানে।
Union Minister Nitin Gadkari faints on stage while addressing an election rally in Yavatmal, Maharashtra. Gadkari is currently under observation of a medical team. Wishing @nitin_gadkari ji quick recovery. pic.twitter.com/32BUS3bRqd
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 24, 2024
নিতিনের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিতিনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গডকড়ীর দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি। এই নিষ্ঠুর গ্রীষ্মের ঝলসে দেওয়া গরমে ভোট আর নেওয়া যাচ্ছে না। আজ ২৪ এপ্রিল। ভাবতে পারেন, আমাদের সাত দফার নির্বাচন ১ জুন পর্যন্ত চলবে'?
Pray for quick and complete recovery of senior Union Minister and BJP leader Nitin Gadkari @nitin_gadkari. Electioneering in the scorching heat of this cruel summer is indeed unbearable. Today is 24 April, and, can you imagine, our 7-phase elections will continue till 1st…
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2024
এদিন জোটসঙ্গী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার প্রার্থী রাজশ্রী পাটিলের হয়ে প্রচারে গিয়েছিলেন, যাঁকে যবতমাল-ওয়াশিম লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সেখানে। প্রচণ্ড গরমের মধ্যেও সেখানে প্রচার চালাচ্ছে সব দল। নিতিনও সেই মতোই বক্তৃতা করতে গিয়েছিলেন। সেই সময় মঞ্চের উপরই বিপত্তি ঘটে।
মহারাষ্ট্রের বিদর্ভের পূর্ব-মধ্য এলাকায় অবস্থিত যবতমাল। বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে তীব্র তাপপ্রবাহ চলছে। মহারাষ্ট্রের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। তবে এর আগেও, মঞ্চে উপস্থিত থাকাকালীন অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে নিতিনকে। ২০১৮ সালে মহারাষ্ট্রের অহমদনগরে একটি কর্মসূচি চলাকালীন সংজ্ঞা হারান তিনি। সেবার রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় মাথা ঘুরে গিয়েছিল বলে জানিয়েছিলেন। পরে আরও একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন নিতিন। ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।