Panchayat Election 2023: BJP প্রার্থীকে 'মারধর', 'ব্যবস্থা না নিলে থানা ঘেরাও'-র হুঁশিয়ারি অগ্নিমিত্রার
Agnimitra Attacks Police: ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।
![Panchayat Election 2023: BJP প্রার্থীকে 'মারধর', 'ব্যবস্থা না নিলে থানা ঘেরাও'-র হুঁশিয়ারি অগ্নিমিত্রার Panchayat Election 2023: Agnimitra Paul warns police over beating of BJP candidates in Pandabeswar Panchayat Election 2023: BJP প্রার্থীকে 'মারধর', 'ব্যবস্থা না নিলে থানা ঘেরাও'-র হুঁশিয়ারি অগ্নিমিত্রার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/de91a72ef455c26293a0026a3e7040de1688218874609484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (West Burdwan) পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে (BJP Candidate) মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।
পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এরপরেই প্রতিবাদে নামে বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থী সন্তোষ গুঁই ও টুম্পা সেনকে হুমকি দেয় তৃণমূলের প্রার্থীরা, বলে অভিযোগ। মারধর করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ তুলে কাটাবেরিয়া এলাকায় বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়ে দেন,' যারা তাঁদের প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আগামীকাল থানা ঘেরাও করেও আন্দোলনে নামবেন। এলাকা জুড়ে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, মনোনয়ন পর্বে মাঝে অশান্ত হয়ে উঠেছিল একাধিক জেলা। মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার বাধে। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ।পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ উড়িয়েছিল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা (TMC)।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
কিন্তু অশান্তি থামছে কই? সোমবাও বাংলার বিভিন্ন জেলা থেকে এল সংঘর্ষের খবর। নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)