Panchayat Election Result: অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই ISF প্রার্থী ও এজেন্টকে 'বেধড়ক মার'
Attacked on ISF Candidate and Agent: পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার অশোকনগরে।
উত্তর ২৪ পরগনা: অশোকনগরে (Ashoknagar) গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে (ISF Candidate and Agent) বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে মারধরের অভিযোগ। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Police and Central Force)।
প্রসঙ্গত, গোটা বাংলাতেই দিকে দিকে গণনার দিন হিংসা প্রকাশ্য়ে এসেছে। ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগে অবরোধ করা হয়। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের বলে পাল্টা অভিযোগ উঠেছে। এদিকে ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ চলতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের কর্মী সমর্থকদের মারধর, একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ করে গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা প্রতিবাদে থানার সামনে বিরোধীদের অবস্থান-বিক্ষোভ চলেছে।
সিপিএম কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে। গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি বাধে বলে অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল বাধে। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
তবে প্রতিবাদ করায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে জখম হন সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টরা। পুলিশের সঙ্গেও তাঁদের ধাক্কাধাক্কি হয়। পাল্টা সাঁপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
আরও পড়ুন, বাংলায় বেলাগাম সন্ত্রাস, আসছে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পাল্টা মণিপুরে TMC
বাগনান ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্র বাগনান আদর্শ হাইস্কুলে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা। বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ। বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির । বাগনান এক নম্বর ব্লকের গণনাকেন্দ্র হয় বাগনান আদর্শ হাইস্কুলে। ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও র্যাফ।