Panchayat Election 2023: পুলিশি হানায় পণ্ড বোমা বাঁধার কাজ, এলাকা ছেড়ে পালাল দুষ্কৃতীরা
Police Rescue রাতের অন্ধকারে বোমা বাঁধছিলেন দুষ্কৃতীরা। খবর পেয়ে হানা দেয় ডোমকল থানার পুলিশ।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের রাজ্যে বোমা উদ্ধার। রাতের অন্ধকারে বোমা বাঁধছিলেন দুষ্কৃতীরা। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ (Police) হানা দেয়। পুলিশ আসবে বুঝতে পেরে দুষ্কৃতীরা চম্পট দেয় কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা ও সামগ্রী। বোমার মশলা-সহ বোমা উদ্ধার ডোমকলের বাগডাঙ্গা মুরারিপুর এলাকায়। এলাকাটি ঘিরে রেখেছে ডোমকল থানার পুলিশ। কে বা কারা এই বোমা বাঁধছিল ? তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
ইতিমধ্যেই রাজ্যে একাধিক বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। সম্প্রতি বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছিল। আর এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আমবাগান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রসঙ্গত, সকাল সকাল বোমা উদ্ধারের ঘটনায় সেবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষিমান্ডি সংলগ্ন এলাকায়। সেবার গোপন সূত্রে খবর পেয়ে, সামশেরগঞ্জের হাউসনগর কৃষক বাজারের বিপরীতে একটি আমবাগানে হানা দিয়েছিল সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয়েছিল দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াড টিমকে।
কে বা কারা আমবাগানে বোমা গুলো রেখেছে ? এই নিয়ে তদন্তে নেমেছিল সামশেরগঞ্জ থানার পুলিশ। দুই ব্যাগে প্রায় ১৫ টি বোমা থাকতে পারে বলেই অনুমান পুলিশের। এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে।মূলত, বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছিল। বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে শৌচাগারে বোমা বিস্ফোরণ হয়েছিল বলে উঠেছিল অভিযোগ। শৌচাগারে বোমা রাখা ছিল বলে অনুমান করা হয়েছিল। জানা গিয়েছে, বিস্ফোরণে ওই মৃত বালকের নাম রাজু রায়চৌধুরী। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা।
এখানেই শেষ নয়, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানান, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
এরপর বজবজে বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছিল। সেখানেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল এলাকা, দাবি স্থানীয়দের। বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল। পুলিশ সূত্রে একাধিক জনের মৃত্যুর খবর মিলছিল। তাদের মধ্যে ছিল একজন নাবালিকা। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা।