Panchayat Election 2023: কমিশনের বিরুদ্ধে গতিবিধি নিয়ন্ত্রণ অভিযোগ, ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: গতকাল রাতে নোটিশ দিয়েছে কাঁথি পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর। নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে শুভেন্দু অধিকারী। দুপুর ১ টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে শুনানি।
কলকাতা: ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতিবিধি নিয়ন্ত্রণ করেছে রাজ্য নির্বাচন কমিশন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। গতকাল রাতে নোটিশ দিয়েছে কাঁথি পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর। নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে শুভেন্দু অধিকারী। দুপুর ১ টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে শুনানি।
ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে গতকাল রাজ্যের বিরোধী দলনেতাকে নোটিস পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, ভোটের দিন শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, 'নন্দীগ্রামের নন্দনায়েকবাড় বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না’ কাঁথি থানার তরফে ওই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, ‘বুথের মধ্যে থাকতে পারবেন না বিরোধী দলনেতার কোনও নিরাপত্তারক্ষী।’ আর এই নোটিসের প্রেক্ষিতেই এবার আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার নিজের জেলায় নির্বাচনী সুরক্ষা নিয়ে গতকাল বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোথাও অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে, তারও ব্যবস্থা করতে হবে। বিরোধী দলনেতার দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ আদালতে মান্যতা পেল বিরোধী দলনেতার দাবি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ-সহ ৪টি অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী।
ভোটের আগে মৃত্যুমিছিল: রাত পোহালেই গ্রাম বাংলার ভোটের উৎসব (Panchayat Election 2023)। তার আগেও অশান্তির ছবি। এমনকী ভোটের আগের দিনও বদল হল না ছবিটার। পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ৩০ দিনে মোট ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অশান্তির ছবি। মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি, হিংসার ঘটনা উঠে এসেছে। মনোনয়নপর্ব মিটে যাওয়ারও পরও সেই অশান্তি ছিল অব্য়াহত। আর ভোট হিংসার শিকার হয়ে চলে গিয়েছে ১৮ জনের প্রাণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?