Panchayat Election 2023: ২৯২ নম্বর বুথের নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর, ফের উত্তেজনা কোচবিহারে
Cooch Behar Violence: ফের কোচবিহারের গীতালদহে উত্তেজনা, গতকাল তৃণমূল কর্মীকে গুলি চালানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। তারপরই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর।
কোচবিহার: ফের কোচবিহারের গীতালদহে (Gitaldaha) উত্তেজনা। এবার ২৯২ নম্বর বুথের নির্দল প্রার্থী আব্দুল জলিলের বাড়ি ভাঙচুর। গতকাল তৃণমূল কর্মীকে গুলি চালানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। তারপরই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার তৃণমূলের (TMC)।
প্রসঙ্গত, সদ্য এই জেলার মাটিতে দাঁড়িয়েই বিএসএফ ইস্যুতে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সেই কোচবিহারেই পঞ্চায়েত ভোটের ঠিক আগে ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি শ্যুটআউটের ঘটনা ঘটে দিনহাটার গীতালদহে। এই ঘটনায় এবার বিস্ফোরক দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক এদিন বলেন, 'গীতালদহে (Gitaldaha) নিহত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী।'
গতকাল নিশীথ প্রামাণিক বিস্ফোরক অভিযোগ তুলে বলেছিলেন, 'সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক। ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর।' মূলত দোরগড়ায় পঞ্চায়েত ভোট। রাজ্যের একাধিক জেলায় অশান্তি অব্যহত। অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। অভিযোগ জমাও পড়ছে। তবে হিংসার ঘটনায় যবনিকা পড়েনি।
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় যেভাবে অশান্তির একের পর এক ঘটনা ঘটেছে, ঠিক সেইভাবেই উত্তাল মুর্শিদাবাদ। আর সেই তালিকায় বারবার মাথা তুলছে কোচবিহারও। অতীতে শীতলকুচিকাণ্ডের পর নাম উঠে এসেছে বারবার দিনহাটাও। কনভয়ে হামলার অভিযোগ থেকে শুরু করে সংঘর্ষের ভুরিভুরি উদাহরণ রয়েছে এই এলাকায়।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষকৃতীরাই গুলি চালিয়েছে। সীমান্তবর্তী এলাকায় কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র এল? তাতে বিএসএফের কোনও মদত রয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ উড়িয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিরঞ্জন দে-র দাবি, শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থীর ভাই। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিজলি বিবির স্বামী মাফুজা রহমান তৃণমূলের অঞ্চল সভাপতি।
স্থানীয় তৃণমূলের একটি সূত্রে খবর, জেলবন্দি ও বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের সঙ্গে মাফুজা রহমানের বিবাদ দীর্ঘদিনের। তৃণমূল প্রার্থীর স্বামী মাফুজা রহমানও আগে জেল খেটেছেন। এবার পঞ্চায়েত ভোটে জেলবন্দি বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের অনুগামীরা টিকিট পাননি। তাঁদের বেশিরভাগই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কয়েকজন বিক্ষুব্ধ আবার বিজেপিতে যোগ দিয়েছেন।