WB Budget 2025 : আরও চার শতাংশ ডিএ, রাজ্য সরকারি কর্মীদের এবার ১৮% DA | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য বাজেটে চার শতাংশ DA বাড়ানোর প্রস্তাব । চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর । পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে দেড় হাজার কোটি বরাদ্দ । আরও চার শতাংশ ডিএ, রাজ্য সরকারি কর্মীদের এবার ১৮% DA । বাড়ানো হল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা
সর্বদল বৈঠকে যোগ দেয়নি। বাজেট অধিবেশন থেকেও ওয়াকআউট করল বিজেপি
সর্বদল বৈঠকে যোগ দেয়নি। বাজেট অধিবেশন থেকেও ওয়াকআউট করল বিজেপি। বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। তাঁদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে, রাজ্য সরকারের এবারের বাজেটই তার প্রমাণ। এই বাজেট বেকার-বিরোধী বাজেট। রাজ্যের ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক-যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মমতা। শুভেন্দুর দাবি, এই বাজেট মমতার শেষ বাজেট, '২৬ সালে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং বেকার পরিবারক একটি করে চাকরি দেওয়া হবে।



















