Panchayat Election Result: সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা, লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ
Chaos in Sagardighi Around Counting: সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা, কী পদক্ষেপ নিলে কেন্দ্রীয় বাহিনী ?
মুর্শিদাবাদ: সাগরদিঘিতে (Sagardighi) ভোট গণনা ঘিরে উত্তেজনা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, গণনাকেন্দ্রের বাইরে জমায়েত হয়। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ (Central Force and Police)।
প্রসঙ্গত, বাংলায় একুশের পর একের পর এক ভোটে শাসকদলের বিপুল জয়ের পর, একমাত্র ব্যাতিক্রম ছিল সাগরদিঘি। কিন্তু ক্ষণিকে সেই সমীকরণ বদলে যায়। কারণ বদলটা পঞ্চায়েত ভোটের দুমাস আগেই ঘটে গিয়েছিল। কারণ তৃণমূলে দিয়েছিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এই বায়রন বিশ্বাসই। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী ছিলেন তিনি। তৃণমূলকে (TMC) হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন।তবে সফল হয়েও সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল করেছিলেন তিনি।
তবে এদিন শুধুই সাগরদিঘিই নয়, গোটা বাংলাতেই দিকে দিকে গণনার দিন হিংসা প্রকাশ্য়ে এসেছে। ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগে অবরোধ করা হয়। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের বলে পাল্টা অভিযোগ উঠেছে। এদিকে ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ চলতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের কর্মী সমর্থকদের মারধর, একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ করে গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা প্রতিবাদে থানার সামনে বিরোধীদের অবস্থান-বিক্ষোভ চলেছে।
আরও পড়ুন, 'আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার..', গণনার দিন কেন বললেন রাজ্যপাল ?
সিপিএম কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে। গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি বাধে বলে অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল বাধে। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।