Panchayat Poll 2023: হুগলিতে গণনা কেন্দ্রের কাছে ব্যালট উদ্ধার, কী কী প্রতীকে রয়েছে 'ছাপ' ?
Hooghly Ballot Paper Rescue: ব্যালট উদ্ধার হল এবার হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ব্যালট (Ballot) উদ্ধার হল এবার হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি- সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।হুগলির জাঙ্গিপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে (High Court) মামলা হয়েছে।
রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত। বিরোধীদের অভিযোগ ভোটের নামে প্রহসন হয়েছে।গণনাতে কারচুপি হয়েছে তারই প্রমাণ, এই ভাবে ভোট গণনা কেন্দ্রের আশেপাশে ছাপমারা ব্যালট উদ্ধার হওয়া বলে অভিযোগ। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে। আজ সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়।
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপির কর্মীরা। সিপিআইএমের প্রদীপ সাহা অভিযোগ করেন, 'গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পাল্টে দেওয়া হয়েছে। সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যলটি এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃণমূল। যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গেছে।'
পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) ব্যালট খেয়ে বিতর্কিত হয়েছিলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি (TMC Candidate Mahadeb Mati )।পঞ্চায়েত ভোটের গণনার মাঝে আচমকাই বাকরুদ্ধ করা কাণ্ড ঘটেছিল উত্তর ২৪ পরগনায়। '৪ ভোটে জিতছিলাম', এমনটাই দাবি তুলেছিলেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম (CPM) প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। এরই মাঝে অবাক করা ঘটনা ঘটেছিল অশোকনগরে।
হার এড়াতে হঠাৎই টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল সেদিন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থীর দাবি ছিল, 'বিজেপি ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করছিল, তাই ওঁদের হাত কামড় ধরি। ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ মিথ্যে। আমি ৪৬ ভোটে জিতেছি।'
আরও পড়ুন, রাজ্যে ৩৫৫ ধারা চাইলেও ঘুরপথে ক্ষমতা দখল চান না শুভেন্দু, কী মত সুকান্তর ?
প্রসঙ্গত, গণনার দিন ব্যালট ইস্যুতে নিয়ম ভঙ্গ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।গোটা বাংলায় তখন সবুজ ঝড়, ঠিক তখন গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আদৌ কি বামদের পক্ষে দেওয়া ব্যালট পেপারগুলি, গণনার টেবিল পর্যন্ত পৌঁছতে পেরেছে ? নাকি সেগুলি রাস্তায় লুটোপুটি খাচ্ছে ? এমন কি গোটা প্রক্রিয়া নিয়ে আলোকপাত করেছিলেন মহম্মদ সেলিম।তিনি বলেছিলেন, 'সিপিএম যেখানে জিতছে, সেখানে রিকাউন্টিংয়ের নাম করে ৩ থেকে ৪ বার কাউন্টিং করা হচ্ছে। সিপিআইএম-র ছাপ মারা, বামপন্থীদের ছাপ মারা ব্যালট জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নর্দমায় ফেলে দিচ্ছে, কালি ছিঁটিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।